Saturday, August 23, 2025

বিক্ষুব্ধদের বিদ্রোহে অস্বস্তিতে অমরিন্দর, চাপ বাড়িয়ে দিল্লি পৌঁছলেন পাঞ্জাবের ২৫ বিধায়ক

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(coronavirus situation) একেই বেহাল অবস্থা, এরই মাঝে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়ে উঠলো কংগ্রেস(Congress) শাসিত রাজ্য পাঞ্জাবে(Punjab)। আগামী বছর পাঞ্জাবের বিধানসভা নির্বাচন(assembly election), তার আগেই দল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠলেন প্রায় ৩০ জন বিধায়ক। পরিস্থিতি সামাল দিতে এবার ময়দানে নামতে হলো দিল্লির হাইকমান্ডকে(Delhi high command)।

কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই দলের সমস্ত বিধায়ক ও মন্ত্রীকে দিল্লিতে ডাকা হয়েছে। একে একে এই বিধায়করা দিল্লি যাবেন এবং সেখানে নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন। জানা গিয়েছে, বিক্ষুব্ধ তালিকায় রয়েছেন অন্তত ৩০ জন বিধায়ক। এর মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল ঝাখড়, মন্ত্রী চরঞ্জিত চন্নী, সুখজিন্দর সিং রণধাবা। ইতিমধ্যেই এই মন্ত্রী ও বিধায়করা দিল্লি পৌঁছেছেন। জানা গিয়েছে, নির্বাচনের আগে কংগ্রেস যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তা পুরন না করার অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেসের বিধায়করাই। খোদ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের(captain Amrinder Singh) বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন দলের বিধায়ক ও মন্ত্রীরা। এহেন পরিস্থিতিতে নির্বাচনের আগে দলের বিক্ষোভ মেটাতে তিন সদস্যের প্যানেল বানিয়েছে দিল্লি কংগ্রেস হাইকমান্ড। যার শীর্ষে রয়েছেন হরিশ রাওয়াত। পাশাপাশি প্যানেলে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে ও জেপি আগারওয়াল। সোমবার থেকে বিক্ষুব্ধ বিধায়ক ও মন্ত্রীরা দিল্লি গিয়ে হাইকমান্ডের সামনে তাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানাচ্ছেন।

জানা গিয়েছে, সোমবারের বৈঠকে দিল্লি গিয়েছেন ২৫ জন বিক্ষুব্ধ বিধায়ক। মন্ত্রী চরঞ্জিত চন্নী, সুখজিন্দর সিং রণধাবারা আজ এই প্যানেলের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার দিল্লি যাবেন নভজোৎ সিং সিধু, পরগট সিংরা। পাশাপাশি দিল্লি গিয়ে সাক্ষাৎ করার কথা রয়েছে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ঘনিষ্ঠ মনপ্রীত বাদল, সাধু সিংয়ের মতো নেতৃত্বদের। শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার দিল্লি যাবেন ক্যাপ্টেন অমরিন্দর সিং নিজেও। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই পঞ্জাবে কংগ্রেস দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠে ছিল প্রবল ভাবে। প্রকাশ্যে অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে তদন্তে দেখা যায় নভজোৎ সিংহ সিধু সহ একের পর এক মন্ত্রী বিধায়ককে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতে উঠে পড়ে লাগলো দিল্লির শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।

Advt

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...