রক্তের প্রয়োজন: কানাইপুরে আয়োজন করা হচ্ছে শিবিরের

করোনা আবহে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো হুগলি (Hoogli) জেলার কোন্নগরের কানাইপুর মহিলা তৃণমূল কংগ্রেস (Tmc)। মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হলেও এর মূল উদ্যোক্তা কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব (Acchelal Yadav) ও প্রাক্তন যুব সভাপতি পার্থ ঘোষ (Partha Ghosh)। ২০ জুন কানাইপুরে উৎপল দত্ত মঞ্চে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। থাকবেন রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (Humayun Kabir), রাজ্যের আরেক মন্ত্রী ডা: রত্না দে নাগ (Ratna De Nag), তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh), বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik), জেলা সভাপতি দিলীপ যাদব, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক অরিন্দম গুইন।

করোনা (Carona) পরিস্থিতিতে চারিদিকে রক্তের সংকট দেখা দিয়েছে। তার উপরে ভ্যাকসিন (Vaccine) নেওয়ার পর রক্তদানের উপর বাধা নিষেধ রয়েছে। তাই রক্তের আরো সংকট বেশি দেখা দিচ্ছে। কিন্তু থ্যালাসেমিয়া-সহ বিভিন্ন অসুখে নিয়মিত রক্তের প্রয়োজন হয়। এছাড়া আপৎকালীন পরিস্থিতিতে তো রক্ত অপরিহার্য। এই কঠিন সময়ে ১০০ জনের বেশি দাতাকে নিয়ে কানাইপুরে রক্তদান শিবির আয়োজনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমস্ত স্তরের মানুষ। সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে কানাইপুরে।

আরও পড়ুন:এক জেলাতেই আক্রান্ত ৮ হাজারের বেশি শিশু, তৃতীয় ঢেউ রুখতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে মহারাষ্ট্র

Advt

Previous articleএক জেলাতেই আক্রান্ত ৮ হাজারের বেশি শিশু, তৃতীয় ঢেউ রুখতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে মহারাষ্ট্র
Next articleবিক্ষুব্ধদের বিদ্রোহে অস্বস্তিতে অমরিন্দর, চাপ বাড়িয়ে দিল্লি পৌঁছলেন পাঞ্জাবের ২৫ বিধায়ক