Tuesday, December 2, 2025

এক জেলাতেই আক্রান্ত ৮ হাজারের বেশি শিশু, তৃতীয় ঢেউ রুখতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে মহারাষ্ট্র

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সংক্রমণের শীর্ষে ছিল মহারাষ্ট্র। তবে তা এখন অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বাণিজ্য নগরী। তবে এরই মধ্যে তৃতীয় ঢেউ আসতে পারে বলে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মে মাসে রাজ্যের আহমদনগর জেলায় আক্রান্ত হয়েছে ৮ হাজারেরও বেশি শিশু। তাই তৃতীয় ঢেউ নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে আহমদনগর প্রশাসন।
জেলাশাসক রাজেন্দ্র ভোঁসলে বলেছেন, “মে মাসে ৮ হাজারের বেশি বাচ্চা করোনা পজিটিভ হয়েছে। এই প্রবণতা যথেষ্ট ভয়ের।’’ জেলা প্রশাসনের তথ্য অনুসারে, সে জেলায় মে মাসে মোট আক্রান্তের ১০ শতাংশই বাচ্চা। জুলাই বা অগস্টের শুরুতে তৃতীয় ঢেউ আসবে তা ধরে নিয়েই প্রস্তুতি শুরু করেছে ওই জেলা প্রশাসন। এ ব্যাপারে রাজ্যের রাজ্যের সীমানাবর্তী সাঙলি শহরের প্রশাসক অভিজিৎ ভোঁসলে বলেছেন, ‘‘ছোটদের জন্য আমরা আলাদা করে কোভিড ওয়ার্ড বানাচ্ছি। যদি তৃতীয় ঢেউ আসে আমরা তৈরি। এই ওয়ার্ডে ছোটরা মনে করবে তারা হাসপাতালে আছে। বরং তাদের মনে হবে তারা কোনও স্কুলে বা নার্সারিতে আছে।’’
তৃতীয় ঢেউয়ে বাচ্চারা বেশি আক্রান্ত হতে পারে বলে আগাম প্রস্তুতি নিচ্ছে চিকিৎসকেরা। সেইমতো চলছে ছোটদের ভ্যাকসিনের ট্রায়াল। দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ নিয়ে রিতিমত উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা। কারণ বাচ্চাদের এখনও কোনও ভ্যাকসিন বেরোয়নি। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে পারেনি দেশ। তারই মধ্যে তৃতীয় ঢেউ নিয়ে রীতিমত উদ্বেগে রয়েছে দেশ।

Advt

spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...