Monday, August 25, 2025

ওয়াক আউটের ঘটনা ঘটেনি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙেছে কেন্দ্র: চন্দ্রিমা

Date:

Share post:

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ওয়াক আউট (Walk Out) করার অভিযোগ তোলা হচ্ছে। সোমবার, সাংবাদিক বৈঠক করে তার জবাব দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বৈঠক থেকে মুখ্যসচিবের ওয়াক আউট করে আসার কোনো ঘটনাই ঘটেনি। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গেই কলাইকুন্ডা বৈঠকে অপমানজনক ব্যবহার করা হয়। চন্দ্রিমা বলেন, সেদিন মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর সঙ্গে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে তাঁর সঙ্গেই গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বৈঠক। চন্দ্রিমা অভিযোগ করেন, বৈঠকের ভিতরকার কোনও ফুটেজ বাইরে আনেনি পিএমও (Pmo)। সেটা দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যেত।

মুখ্যসচিবকে বদলি করার নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে সোমবারই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, আলাপনের বদলির নির্দেশ কি আইনসম্মত? মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এটা আইনসঙ্গত নয়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মান্যতা দিচ্ছে না দিল্লি (Delhi)। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিকাঠামোকে মেনেই পাঁচ পাতার বিস্তারিত চিঠি পাঠিয়েছেন বলে জানান চন্দ্রিমা। তিনি বলেন, সেখানে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, কোভিড (Covid) পরিস্থিতি এবং দুর্যোগ মোকাবিলায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ভেবেই তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল রাজ্য। কেন্দ্র সেই আবেদনে সিলমোহর দেয়। কিন্তু তারপরেও কেন এই আচরণ? এটাকে কলাইকুন্ডার বৈঠকের ফল? এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সে বিষয়টি নিয়ে চন্দ্রিমা বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে কেন্দ্র। যখন সংকটজনক পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়ানোর কথা তখন বাংলার মানুষকে অপমান করছে, মুখ্যমন্ত্রীকে অপমান করছে এবং সমস্যায় ফেলতে চাইছে মোদি সরকার।

 

 

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...