আজ ১ জুন থেকে খুলে দেওয়া হচ্ছে রাজ্যের সমস্ত খুচরো মদের দোকান

আজ ১ জুন, মঙ্গলবার থেকে রাজ্যের মদের দোকান (liquor shop will open from today) খুলে গেল। মদের দোকানকে খুচরো দোকান হিসাবে গণ্য করে আজ থেকে খুলে দেওয়া হলো। তবে পানশালা অর্থাৎ বার আপাতত (bar and restaurant will remain closed) বন্ধই থাকছে। দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত মদের দোকানে খুচরো (only retail shop) বিক্রি হয় অর্থাৎ সেখানে দোকানের ভেতরে বসে খাওয়ার জায়গা নেই সেই দোকানগুলি শুধুমাত্র খোলা যাবে। যদিও মদের দোকান খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অনুমতি লাগবে বলেও জানানো হয়েছে। যেখানে সংক্রমনের ভয় নেই, যে এলাকা কনটেইনমেন্ট জোন এর মধ্যে পড়ে না এখানে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নিয়ে তবেই খোলা যাবে মদের দোকান। তবে নির্দেশিকায় এও বলা হয়েছে, যদি মদের দোকানের সামনে সূরা প্রেমীদের অতিরিক্ত ভিড় দেখা যায় এবং তা নিয়ে কোনো বচসা বা গোলমালের সূত্রপাত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই দোকান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।

Advt

 

 

Previous articleইংল‍্যান্ড সফরে বিরাটদের সঙ্গে যেতে পারবে তাদের পরিবার, গ্রিন সিগন‍্যাল ব্রিটিশ সরকারের
Next articleকরোনা সংকটের মধ্যেও রাজ্যজুড়ে কর্মবিরতিতে মধ্যপ্রদেশের ৩০০০ জুনিয়র চিকিৎসক