Friday, December 19, 2025

দাদাকে বাঁচাতে ডোমিনিকার বিরোধী নেতাকে ঘুষ দেওয়ার অভিযোগ মেহুলের ভাইয়ের বিরুদ্ধে

Date:

Share post:

পিএনবি কাণ্ডে(PNB scam) অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি(Mehul Choksi) সম্প্রতি গ্রেফতার হয়েছেন ডোমিনিকাতে(Dominica)। এরপরই তাঁকে বাঁচাতে গত ২৯ মে ডোমিনিকা পাড়ি দিয়েছেন মেহুলের ভাই চেতন চিনুভাই চোকসি(chethan cheenu bhai Choksi)। সম্প্রতি তাঁর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। ডোমিনিকার এক স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হচ্ছে মেহুলকে জেল থেকে ছাড়ানোর জন্য ডোমিনিকান রিপাবলিকের বিরোধী নেতা লেনক্স লিস্টনকে(lennox Liston) ঘুষের প্রস্তাব দিয়ে তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন চেতন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে, গত ৩০ মে চেতন চিনুভাই চোকসির সাথে সে দেশের বিরোধী নেতা লেনক্স লিন্টনের বাসভবনে চোকসির গ্রেফতার ও অনান্য বিষয় নিয়ে প্রায় ২ ঘণ্টা ধরে আলোচনা হয়। সেখানেই চেতন চিনুভাই চোকসি ইতিমধ্যেই টোকেন হিসেবে ২০০,০০০ লক্ষ ইউএসডি ডলার ডোমিনিকান রিপাবলিকের বিরোধী নেতা লেনক্স লিন্টনকে দিয়েছেন এবং আগামী সাধারণ নির্বাচনের জন্য তাঁকে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তার বদলে দাবি করা হয়েছে ওই বিরোধী দলনেতাকে মেহুল চোকসির সপক্ষে বয়ান দিতে হবে। এ প্রসঙ্গে স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, শুরুতে মেহুল প্রসঙ্গে দেশের বিরোধী দলনেতা চুপ থাকলেও বর্তমানে সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠছে দেখা গিয়েছে লেনস্ককে। মেহুলের স্বপক্ষে সুর চড়িয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী রুজভেন্ট স্কেরিটের জমানায় ডোমিনিকান রিপাবলিকে আইনের শাসন বলে কিছু নেই৷

আরও পড়ুন:উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাঙ্গাসে দুই মহিলার মৃত্যু 

এদিকে মেহুল চোকসির আইনজীবী দাবি, চোকসিকে অ্যান্টিগুয়া থেকে ভারতীয় পুলিশকর্মী’-দের মতো দেখতে কয়েকজন অপহরণ করে ডোমিনিকান রিপাবলিকে নিয়ে গিয়েছিলেন৷ এবং তাঁকে ফাঁদে ফেলতে ডোমিনিকাবাসী একজন মহিলার সাহায্যও নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে মেহুল চোকসি নিজে থেকেই ডোমিনিকা পৌঁছন। এবং গ্রেফতারের পর আদালতে এই মামলার সামাল দিতে বিরোধী দলের সহায়তা প্রয়োজন মেহুলের। শুধু তাই নয়, ডোমিনিকা সরকারকে এটা বিশ্বাস করানো প্রয়োজন যে অ্যান্টিগুয়া ও ভারতীয় পুলিশ মেহুলকে অপহরণ করেছে। বর্তমানে জোরকদমে সেই চেষ্টাই চালাচ্ছে মেহুল পক্ষ।

Advt

spot_img

Related articles

বাংলাকে নিয়ে বিজেপির কুৎসা, খতিয়ান তুলে পর্দাফাঁস তৃণমূলের

যে প্রবল বাংলাবিরোধী এবং বাংলার কুৎসাকারী, তা পদে পদে প্রমাণিত। বিজেপির দাবি আর বাস্তবচিত্রে বিস্তর ফারাক। তথ্য ও...

UAE-র পথে হাঁটল সৌদি আরব: ৫৬ হাজার ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠাল সৌদি আরব

সংযুক্ত আরব আমিরশাহি (UAE) কিছুদিন আগেই পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ভিক্ষাবৃত্তি এবং অসামাজিক কাজের জন্য এবার...

পর পর দুটি দুর্ঘটনায় বাঁকুড়ার মৃত ১, দফায় দফায় উত্তেজনা

  পর পর দুটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া। বাঁকুড়ার(Bankurah) বিষ্ণুপুরে (Bishnupur)চলন্ত বাইকে ধাক্কা মেরে উল্টে গেল বালিবর্তি ডাম্পার...

পদ্মাপাড়ে বাংলা সংস্কৃতির উপর আক্রমণ, নিন্দায় সরব পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিকরা

অগ্নিগর্ভ বাংলাদেশের (Bangladesh) উত্তেজনার পরিস্থিতিতে একের পর এক সংবাদমাধ্যমের অফিস ভাঙচুরের খবরের পাশাপাশি ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক কেন্দ্র...