বেহালা পলিটেকনিক কলেজে সেফ হোমের উদ্বোধনে পার্থ-রত্না

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করোনা মহামারি আবহে মানুষের পাশে থাকতে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা-মন্ত্রী-কর্মীরা।

এবার এই কঠিন সময়ের পর্ণশ্রীর সাধারণ মানুষের ও গোটা সমাজের পাশে দাঁড়িয়েছে বেহালা পশ্চিম ও পূর্বের দুই বিধায়ক। আজ, বুধবার বেহালা গভর্মেন্ট পলিটেকনিক কলেজের সেফ হোম হিসেবে পথ চলা শুরু হলো। সেফ হোমের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- দেশে টিকার আকাল আর অন্য দেশে দান করা ভ্যাকসিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে!

Advt

 

Previous articleদেশে টিকার আকাল আর অন্য দেশে দান করা ভ্যাকসিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে!
Next article“নিরুদ্দেশ” রাজীব খোঁজ নেন না রুদ্রনীল-বৈশালীদের, ফোন ধরেন না বিজেপি নেতাদের