রাজ্যের সঙ্গে আলোচনা না করেই আমলা-বদলি, এবার জনস্বার্থ মামলা হাইকোর্টে

calcutta high court
কলকাতা হাইকোর্ট

রাজ্যের সঙ্গে আলোচনা না করেই IAS, IPS বদলি নিয়ে এবার জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে।

বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলার শুনানির সম্ভাবনা৷ হাইকোর্টের আইনজীবী আবু সোহেল তাঁর হলফনামায় বলেছেন, “রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়া, কেন্দ্র একতরফা সিদ্ধান্ত নিয়ে আমলাদের বদলি করা হচ্ছে৷ সংশ্লিষ্ট ‘ক্যাডার রুল’ ভেঙেই এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। এ বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আইনজীবী আবু সোহেলের আবেদন, মামলায় রায় ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রের যে কোনও একতরফা বদলির সিদ্ধান্তে অন্তর্বতী স্থগিতাদেশ জারি করা হোক।

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়ে কেন্দ্র -রাজ্যে যে সংঘাত দেখা দিয়েছে, তার অবসানে এই মামলার রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আইনজীবী মহলের ধারনা।

আরও পড়ুন- লকেটের উদ্যোগে দু:স্থদের পাশে বিজেপি

আরও পড়ুন- মুকুলের স্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক, কথা শুভ্রাংশুর সঙ্গে

Advt

 

 

Previous articleমুকুলের স্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক, কথা শুভ্রাংশুর সঙ্গে
Next articleসুশীলের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ লোপাট করার  অভিযোগ আনল দিল্লি পুলিশ