Sunday, August 24, 2025

মোদির ফোনকে গুরুত্ব নয়, অভিষেকের আন্তরিকতায় আপ্লুত শুভ্রাংশু

Date:

Share post:

সৌজন্য নয়, আন্তরিকতা। নিজের আত্মীয়াকে দেখতে আসার বার্তা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে যাওয়ার মধ্যে। তাঁর মাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দেখতে যাওয়া প্রসঙ্গে এই মন্তব্য করলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। শুধু তাই নয়, শুভ্রাংশু বলেন এই সৌজন্য ভারতের রাজনীতিতে অন্য মাত্রায় নিয়ে যাবে।

বুধবার, সন্ধেয় মুকুল রায়ের (Mukul Roy) স্ত্রী তথা শুভ্রাংশু রায়ের মা কৃষ্ণা রায়কে দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে বিষয়ে বৃহস্পতিবার তাজপুরে তাঁকে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, শুধু সৌজন্য নয়, মুকুল রায়ের স্ত্রী তাঁর মায়ের মতো। তাঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক। সেই কারণেই দেখতে গিয়েছিলেন। এখানে রাজনীতি করা ঠিক নয়।

এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভ্রাংশু রায় বলেন, “অভিষেক ও তাঁর বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। অভিষেক আমার মাকে সম্মান দেয়। যখন দেখা হয় মায়ের খবর নেয়। এই সৌজন্য ভারতের রাজনীতিতে অন্য মাত্রায় নিয়ে যাবে”।

আরও পড়ুন:নিজের হাতে আলিপুরে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি মমতা বন্দ্যোপাধ্যায়ের

একই সঙ্গে মুকুল রায়কে স্ত্রীর শারীরিক পরিস্থিতির খবর জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ফোন প্রসঙ্গে শুভ্রাংশু বলেন, প্রধানমন্ত্রী বিজেপির কর্মকর্তা। তাঁর বাবাও সেই দলেরই কর্মী। মোদি তাঁর দায়িত্ব পালন করেছেন। তবে বিরোধী দলের হয়ে অভিষেক যা করেছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

বীজপুরে হারের পর বিজেপির উপর যে ক্রমশ আস্থা হারাচ্ছেন, তা ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন মুকুলপুত্র শুভ্রাংশু। লেখেন, “কেন হার? তৃণমূলের সমালোচনা করার আগে দলের নিজের আত্মসমালোচনা করা প্রয়োজন”। এদিন ফের নিজের মন্তব্য স্থির থেকে শুভ্রাংশু বলেন, পরীক্ষায় খারাপ ফল হলে আগে দেখা উচিত নিজের কী ভুল হয়েছে? আর ফার্স্ট যে হয়েছে সে কী করে ফার্স্ট হয়েছে? তা না করলে কখনোই শুধরানো যাবে না। অর্থাৎ আত্মসমালোচনা করার কথাই ফের বললেন শুভ্রাংশু। এর পাশাপাশি, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাসপাতালে যাওয়া বা প্রধানমন্ত্রী ফোন কোনও কিছুকেই তেমন গুরুত্ব না দিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতায় মুকুল-পুত্রের আপ্লুত হওয়া ঘটনা রাজনৈতিক মহলে জল্পনা ফের উসকে দিল।

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...