Sunday, November 16, 2025

ইয়াসের (Yaas) তাণ্ডবে তাজপুরে ও সংলগ্ন এলাকায় বাঁধ পরিদর্শনে গিয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ এবং সেচ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁধের টাকা যাঁরা নয়-ছয় করেছে তাঁদের রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দেন অভিষেক। বলেন, বাঁধের এই বিপর্যয় নিয়ে তদন্ত শুরুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) দলের তরফে অনুরোধ করা হবে। নাম না করে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান শিশির অধিকারী ও প্রাক্তন সেচমন্ত্রী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) নিশানা করেন অভিষেক। এরপরেই সংবাদমাধ্যমে শিশির অধিকারী (Sisir Adhikari) তদন্তের বিষয়টাকে স্বাগত জানিয়ে পাল্টা শাসকদলের বর্তমান নেতা-মন্ত্রীদের কাঠগড়ায় তোলেন। দাঁড়াতে তৃণমূলের নিচুতলার কর্মীদের নিশানা করেছেন তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার বাঁধ পরিদর্শনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই পাশে যাঁদের দেখা গিয়েছে, তাঁরাই বাঁধ তৈরির মূল দায়িত্বে ছিলেন। “যাঁরা বাঁধ তৈরির বরাত দিয়েছিলেন, যে কনট্রাক্টররা কাজ করছেন সকলকেই আজ পাশে দেখতে পেলাম”।

আরও পড়ুন:শুভেন্দুকে বিরোধীনেতা মানতে নারাজ দলের ৩৪ বিধায়ক, চরম সিদ্ধান্তের হুমকি

বাঁধ ভাঙার তদন্ত হলে তাকে স্বাগত জানান ডিএসডিএ-র প্রাক্তন চেয়ারম্যান। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই শিশির অধিকারীকে ওই পদ থেকে সরানো হয়। ইয়াস বিধ্বস্ত এলাকাগুলির পুনর্নির্মাণে ডিএসডিএ-র কাজ দেখার দায়িত্ব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তারপরই বিতর্কের জেরে মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ায় ওই কাজ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। এই অবস্থায় বাঁধ ভাঙার তদন্তের পক্ষে সওয়াল করে পাল্টা শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন শিশির অধিকারী।

কিন্তু এখন প্রশ্ন উঠছে ডিএসডিএ-র চেয়ারম্যানের দায়িত্বে তো ছিলেন শিশির অধিকারী। তাহলে তিনি ছাড়পত্র না দিলে কীভাবে এই নির্মাণের কাজ কন্ট্রাক্টর বা নিচুতলার কর্মীরা করতে পারলেন? সে প্রশ্নের উত্তর দেননি শিশির। তিনি বলেছেন, “আমরা উঁচুতলায় ছিলাম। নিচুতলার কর্মীরা এটা দেখাশোনা করেছেন। তাহলে তো এখানে কর্তব্যে গাফিলতির প্রশ্ন উঠে আসছে। অর্থাৎ নিচুতলার কর্মীরা কী ধরনের কাজ করছেন চেয়ারম্যান হিসেবে তা কিছুই নজরদারি করেননি শিশির।

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version