করোনা বিধিভঙ্গ, বলিউড তারকা টাইগার ও দিশার নামে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ

করোনা (corona pandemic) নিয়ম বিধি ভাঙ্গার অপরাধে বলিউড তারকা টাইগার এবং দিশার (Bollywood star tiger and Disha) নামে এফআইআর(FIR) দায়ের করল মুম্বই পুলিশ।পুলিশের তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের রাস্তায় দুপুর দুটোর পর টাইগার এবং দিশা ঘুরছিলেন। কেন ঘুরছিলেন, কী প্রয়োজন ছিল সে বিষয়ে তাঁরা কোনো জবাব দেননি। করোনা সংক্রমনের জন্য গোটা মহারাষ্ট্র জুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বাড়ি থেকে বের হওয়ার কারণ জানতে চাওয়া হলে দুজনেই কোনও সঠিক কারণ দেখাতে পারেননি । ফলে সরকারি আদেশ অমান্য করার অভিযোগে ভারতীয় দন্ডবিধির ১৮৮ নম্বর ধারায় টাইগার ও দিশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

আগামী ১৫ জুন পর্যন্ত মহারাষ্ট্র সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লকডাউনের নির্দেশ দিয়েছে। প্রয়োজনীয় দোকান খোলা থাকছে সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত। মহারাষ্ট্র সরকার জানিয়েছে সংক্রমন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে নিয়ম মেনে চলার আর্জি জানানো হয়েছে। বলিউড তারকাদের দেখে সাধারণ মানুষ বরাবরই অনুপ্রাণিত হন । সেই তারাই যদি আস আইন বিরুদ্ধে কাজ করেন, তাহলে সাধারন মানুষের কাছে ভুল বার্তা যাবে। যদিও মামলা দায়ের নিয়ে টাইগার বা দিশা কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।