জেলা নেতৃত্বে বদলের দাবি: দিলীপকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। এবার বিজেপি (Bjp) কর্মীদের বিক্ষোভ মুখে পড়লেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার, বিজেপির হুগলি জেলা পার্টি অফিসের সামনে দলীয় কর্মীদের বিপদে রাজ্য নেতৃত্ব পাশে থাকছেন না বলে অভিযোগ করেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁরা দাবি জানান, বিধানসভা নির্বাচনে পর দলীয় কর্মীদের যে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, সেই কথা প্রথমে শুনতে হবে। অবিলম্বে রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ (Dipanjan Guha) ও জেলা সহ-সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কে (Goutam Chatterjee) পদ থেকে সরাতে হবে।

এর আগে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিশেষ করে দলবদলু বিজেপি নেতাদের বিরুদ্ধে আদি বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল ভোটের আগে থেকেই। নির্বাচনের পরেও নেতারা পাশে দাঁড়াচ্ছে না বলে অভিযোগ করেছেন নিচুতলার বিজেপি কর্মীরা। এবার খোদ রাজ্য সভাপতি রাজ্য সভাপতি এই বিক্ষোভের মুখে পড়তে হল।

আরও পড়ুন- মুকুল রায় না অশোক লাহিড়ি, PAC-র চেয়ারম্যান কে হবেন? জোর জল্পনা রাজনৈতিক মহলে

Advt

Previous articleMake In India: ৪৫০০০ কোটি টাকা খরচে ৬ টি সাবমেরিন নির্মাণের অনুমতি প্রতিরক্ষা মন্ত্রকের
Next articleটানা বৃদ্ধির পর অবশেষে ধাক্কা খেল শেয়ারবাজার, ১৩২ পয়েন্ট নামল সেনসেক্স