নারদ মামলায় ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন ফিরহাদ, সুব্রত, মদন, শোভন

নারদা মামলায় শুক্রবার সকালে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন জামিন পাওয়া চার নেতা-মন্ত্রী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। আদালত সূত্রের খবর, মামলায় শুক্রবার তাঁদের হাজিরার দিন ছিলো। সে কারনেই এদিন সকালে ৪ নেতা-মন্ত্রীই আদালতে হাজিরা দেন৷ মামলার পরবর্তী তারিখ জানানো হয়নি৷

(ব্যাঙ্কশাল কোর্টে শুক্রবার সুব্রত মুখোপাধ্যায় (সামনে) এবং ফিরহাদ হাকিম (একদম পিছনে)

প্রসঙ্গত, গত ১৭ মে CBI বাড়ি থেকে এই ৪ নেতাকে গ্রেফতার করে৷ সেইদিনই CBI বিশেষ আদালত চারজনকে জামিন দিলেও হাইকোর্ট জামিনে স্থগিতাদেশ জারি করে৷ চারজনকেই জেল হেফাজতে থাকতে হয় ১১দিন৷ গত ২৮ মে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ চার নেতা-মন্ত্রীকে গৃহবন্দি থাকার নির্দেশ দেয়৷ পরে তাঁদের শর্তাধীন জামিন মঞ্জুর করে৷ এদিন ব্যাঙ্কশাল কোর্টে শোভনের সঙ্গে যথারীতি ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷

ওদিকে, কলকাতা হাইকোর্টের বৃহত্তর এজলাসে নারদ- মামলা ভিন রাজ্যে সরানো হবে কি না, তা নিয়ে শুনানি চলছে। পরবর্তী শুনানি হওয়ার কথা সোমবার।

Advt

Previous articleভাড়া না বাড়ালে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাস নামবে না পথে
Next articleঅতিমারি পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা রাখতে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI