Friday, January 30, 2026

রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৩০, মারণ ছত্রাকের প্রতিষেধক কেনার ক্ষেত্রে জারি নয়া নির্দেশিকা

Date:

Share post:

রাজ্যে আরও ৪ জন মিউকরমাইকোসিস আক্রান্তের হদিশ মিলল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে মোট আক্রান্তের সংখ্যা ৩০ জন। মারা গিয়েছেন ৬ জন। ৪ জন মিউকরমাইকোসিস আক্রান্তের মধ্যে ২ জন এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দু’জন আরজিকর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন কেনার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

আরও পড়ুন-নতুন প্রজাতি রুখতে টিকাকরণের ব্যবধান কমানো প্রয়োজন, নতুন তথ্য নিয়ে হাজির ল্যানসেট

করোনার রিপোর্ট নেগেটিভ আসার পরই ২ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত হন। হাসপাতাল সূত্রে খবর, ৩ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে ইএনটি বিভাগে ভর্তি করা হয়। তারপরই পরীক্ষায় জানা যায়, এর মধ্যে ২ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত। হাসপাতাল সূত্রে খবর, এদের মধ্যে একজনের অস্ত্রোপচার হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ আরেকজনের অস্ত্রোপচারের সম্ভাবনা। ৪ জন আক্রান্তের রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যেই আরও উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস সংক্রমণ। স্বাস্থ্য দফতরের গতকালের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ৩০ জন এই রোগে আক্রান্ত। গোটা রাজ্যে সন্দেহভাজনের সংখ্যা ৭০। এরই মধ্যে স্বাস্থ্যভবন নয়া নির্দেশিকা জারি করেছে, সরকার নির্ধারিত ৭টি সংস্থা থেকে কিনতে হবে মিউকরমাইকোসিসের ইনজেকশন। মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন কিনতে পারবে শুধু হাসপাতাল ও নার্সিংহোম। প্রেসক্রিপশন দেখিয়ে কেনা যাবে না ইঞ্জেকশন।

Advt

spot_img

Related articles

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...