Wednesday, November 12, 2025

রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৩০, মারণ ছত্রাকের প্রতিষেধক কেনার ক্ষেত্রে জারি নয়া নির্দেশিকা

Date:

রাজ্যে আরও ৪ জন মিউকরমাইকোসিস আক্রান্তের হদিশ মিলল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে মোট আক্রান্তের সংখ্যা ৩০ জন। মারা গিয়েছেন ৬ জন। ৪ জন মিউকরমাইকোসিস আক্রান্তের মধ্যে ২ জন এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দু’জন আরজিকর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন কেনার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

আরও পড়ুন-নতুন প্রজাতি রুখতে টিকাকরণের ব্যবধান কমানো প্রয়োজন, নতুন তথ্য নিয়ে হাজির ল্যানসেট

করোনার রিপোর্ট নেগেটিভ আসার পরই ২ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত হন। হাসপাতাল সূত্রে খবর, ৩ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে ইএনটি বিভাগে ভর্তি করা হয়। তারপরই পরীক্ষায় জানা যায়, এর মধ্যে ২ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত। হাসপাতাল সূত্রে খবর, এদের মধ্যে একজনের অস্ত্রোপচার হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ আরেকজনের অস্ত্রোপচারের সম্ভাবনা। ৪ জন আক্রান্তের রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যেই আরও উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস সংক্রমণ। স্বাস্থ্য দফতরের গতকালের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ৩০ জন এই রোগে আক্রান্ত। গোটা রাজ্যে সন্দেহভাজনের সংখ্যা ৭০। এরই মধ্যে স্বাস্থ্যভবন নয়া নির্দেশিকা জারি করেছে, সরকার নির্ধারিত ৭টি সংস্থা থেকে কিনতে হবে মিউকরমাইকোসিসের ইনজেকশন। মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন কিনতে পারবে শুধু হাসপাতাল ও নার্সিংহোম। প্রেসক্রিপশন দেখিয়ে কেনা যাবে না ইঞ্জেকশন।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version