Thursday, August 21, 2025

ক্ষুব্ধ ব্রাজিল, কোপা আমেরিকা থেকে নাম তুলে নিতে পারে পেলের দেশ

Date:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু হতে চলেছে কোপা আমেরিকা (copa America)। তবে এরই মাঝে কোপা আমেরিকা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। এই টুর্নামেন্ট নিয়ে ফুটবল ভক্তদের মধ‍্যে উন্মাদনা শুরু হলেও, আয়োজক দেশে কিন্তু দেখা দিয়েছে ক্ষোভ। করোনা (corona) অতিমারির মধ‍্যেও কেন কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব নিল ব্রাজিল(brazil) সরকার, তা নিয়ে ইতিমধ্যেই সাম্বার দেশে তৈরি হয়েছে ক্ষোভ। কোপা আমেরিকা আয়োজন করা নিয়ে চলছে বিক্ষোভও।

করোনার কারণে কোপার আমেরিকার আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে কলম্বিয়া এবং আর্জেন্তিনা। তারপরই এই টুর্নামেন্টের দায়িত্ব পায় পেলের দেশ। এরপর থেকে ব্রাজিলের বহু মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারের বিরুদ্ধে। কেউ কেউ তুলনা টেনে বলছেন, “যেন রোম পুড়ছে আর সম্রাট নিরো চান ফুটবল ম্যাচ দিয়ে উৎসব সারতে!” কেউ কেউ আবার প্রতিবাদের ভাষা হিসাবে ব‍্যবহার করছেন একটি ছবি। যেখানে কফিন লাথি মারছে ফুটবলের আদলে গোলাকৃতি ভাইরাসে। ফুটবল সংগঠকদের বিরুদ্ধে প্রচার চালু হয়েছে ‘কোভা-আমেরিকা’ নাম দিয়ে। পর্তুগিজ ভাষায় ‘কোভা’ শব্দের অর্থ কবর।

এদিকে জানা গিয়েছে কোপা আমেরিকা থেকে নাম তুলে নিতে পারে ব্রাজিল। সাম্বার দেশে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কোপা আমেরিকা থেকে নামই তুলে নিতে পারে ব্রাজিল! গোটা দলই দেশে কোপা আমেরিকা আয়োজনের বিরুদ্ধে এককাট্টা। ফলে প্রতিযোগিতা শুরুর মাত্র কয়েকদিন আগেও কোপা আমেরিকা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত।

আরও পড়ুন:আইপিএলের বাকি ম‍্যাচের সূচিতে বদল আনতে চলেছে বিসিসিআই

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version