Friday, November 14, 2025

সোমবার থেকেই শুটিং শুরু হচ্ছে বলিউডে, মহারাষ্ট্রেও শুরু আনলক প্রক্রিয়া

Date:

আগামী সোমবার থেকেই শুটিং শুরু হতে চলেছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে (shooting will be start on Bollywood industry from Monday) । এদিকে সোমবার থেকেই মহারাষ্ট্রে (Maharashtra) পাঁচটি ধাপে আনলক (unlock process) প্রক্রিয়াও শুরু হতে চলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Chief minister of Maharashtra Uddhav Thakre) শনিবার এ কথা জানিয়েছেন। মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যে জেলাগুলিতে আক্রান্তের হার পাঁচ শতাংশের কম এবং হাসপাতালগুলিতে অক্সিজেনযুক্ত শয্যা ২৫ শতাংশের কম ভর্তি থাকবে, সেখানে লকডাউনের বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার করা হবে। সেই অনুযায়ী প্রথম ধাপে ১৮টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। যেখানে শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান সবই খোলা থাকবে।

দ্বিতীয় পর্যায় থাকছে সেই জেলাগুলি যেখানে আক্রান্তের হার পাঁচ শতাংশের কম হলেও অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা ২৫ থেকে ৪০ শতাংশ। সেখানে শর্তসাপেক্ষে কিছু বিধি নিষেধ প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে থাকবে সেই সমস্ত জেলা যেখানে আক্রান্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। এবং অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা ৪০ শতাংশের বেশি। জানা গিয়েছে এই মুহূর্তে মুম্বইয়ের অবস্থান অবস্থান দ্বিতীয় এবং তৃতীয় স্তরের মাঝামাঝি। সেখানে এই মুহূর্তে আক্রান্তের হার প্রায় ৬ শতাংশ, একইসঙ্গে অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা ৩২.৫১%।

তবে বলিউডের বিপুল আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে এবং সব দিক বিবেচনা করে শুটিং শুরুর অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। যদিও কোভিড বিধিনিষেধ অত্যন্ত কড়া ভাবে মেনে চলতে হবে। যেমন এই মুহূর্তে বায়ো বাবলের মধ্যেই শুটিং করতে হবে। বিকেল পাঁচটার মধ্যে শুটিং শেষ করতে হবে। বারে বারে সাবান দিয়ে হাত ধোওয়া, মাস্ক পরা সবাইকে মেনে চলতে হবে।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version