Friday, August 22, 2025

জিন্স, টি-শার্টের দিন শেষ, কাটতে হবে দাড়িও, সিবিআইয়ের জন্য লাগু হল পোশাকবিধি

Date:

Share post:

এতদিন জিন্স টি-শার্টের মত সাধারন পোশাকেই দেখা যেত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের(CBI) কর্মীদের। তবে চেনা পরিচিত এই ছবিতে এবার লাগাম টানতে চলেছে ভারত সরকার(Indian government)। সম্প্রতি সিবিআই ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েই কর্মীদের জন্য নয়া পোশাক বিধি(dress code) লাগু করে দিলেন সুবোধ কুমার জয়সওয়াল। নয়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে সিবিআই কর্মীদের অফিসে আসতে হবে পুরোপুরি ফর্মাল পোশাকে। জামা থেকে দ্রুত সবটাই হতে হবে ফর্মাল। দাড়ি রাখতে পারবেন না কোনও সিবিআই কর্মী। পাশাপাশি সিবিআই দপ্তরে কর্মরত মহিলাদের বাধ্যতামূলক ভাবে পরতে হবে শাড়ি।

সম্প্রতি সিবিআই তরফে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, এই দফতরে কর্মরত সমস্ত পুরুষ কর্মীদের ট্রাউজার্স, কলার দেওয়া শার্ট এবং ফর্মাল জুতো পরতে হবে। প্রত্যহ দাড়ি কেটে আসতে হবে অফিসে। পাশাপাশি যে সকল মহিলা কর্মী রয়েছেন তাদের হয় ফরমাল শার্ট ট্রাউজার পড়ে আসতে হবে না হলে শাড়ি পড়ে আসতে হবে। নোটিশে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ক্যাজুয়াল জিন্স, টি-শার্ট, স্পোর্টস শু কিংবা চপ্পল পরে আসা যাবে না কোনোভাবেই। নতুন এই নির্দেশিকা সিবিআইয়ের জন্য জারি করা হতেই অস্বস্তি শুরু হয়েছে অফিসের অন্দরে। যদিও এই নির্দেশিকায় প্রকাশ্যে কোনও রকম বিদ্রোহ করতে দেখা যায়নি কাউকেই।

আরও পড়ুন:‘পুনরায় দলে ফিরিয়ে নিন’, ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে আর্জি জেলা পরিষদের সদস্যার

উল্লেখ্য, গত ২৫ মে সিবিআইয়ের নতুন ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন জয়সওয়াল। এরপরই সম্প্রতি এই নির্দেশিকা জারি করা হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই দেশের সমস্ত সিবিআই শাখায় এই নির্দেশিকা পাঠানোর পাশাপাশি কড়া ভাবে তা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক সিবিআইয়ের এক আধিকারিক জানান, সিবিআই অফিসে কর্মীদের ফর্মাল পোশাকে আসতে হয় এটাই নিয়ম। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে বিভিন্ন কর্মী জিন্স-টিশার্ট করেই অফিসে আসতেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছিল আগেই। অবশেষে জারি করা হল নোটিশ।

Advt

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...