রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে, আক্রান্ত চিকিৎসকরা

Excitement over patient death at Pandua Rural Hospital
পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল

রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে (Panduya Hospital)। পান্ডুয়ার কোটাল পুকুরের বাসিন্দা বছর তিরিশের শেখ ইসলামের (Shekh Islam) সোমবার সকালে হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয়। এরপর পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় শেখ ইসলামের। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন। খবর পৌঁছায় এলাকায়।

আরও পড়ুন-রাজনৈতিক ফায়দা নেই বলেই উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনায় চুপ! অগ্নিমিত্রাকে তুলোধনা নুসরতের

পান্ডুয়া হাসপাতালে কয়েকশো মানুষ উপস্থিত হয়ে তুমুল বিক্ষোভ দেখান। হাসপাতালে জিনিসপত্র ভাঙচুর এবং চিকিৎসকদের মারধর করা হয় বলে অভিযোগ। পান্ডুয়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয়-পরিজনরা। এরপরে মৃতদেহ জিটি রোড-এর উপর রেখে অবরোধ করা হয়। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

Advt

Previous articleইয়াসের আতঙ্কে মরল ছাগল, তিন কোটির মাছ! ক্ষতিপূরণের আবেদন দেখে তাজ্জব প্রশাসন
Next articleকোর্ট বা CBI দফতরের জমায়েত কোনও কাজে বাধা দেয়নি, হাইকোর্টে সিংভি