পাড়ায় রান্নাঘর: মহামারিতে দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে কাঁকুড়গাছি যুবা সঙ্ঘ

করোনা মহামারি আবহে চলছে সরকারি বিধি-নিষেধ। আর মহামারি মোকাবিলায় এই বিধি-নিষেধে কাজ হারিয়েছেন বহু মানুষ। এবার গরিব প্রান্তিক সেই মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো কাঁকুড়গাছি যুবা সঙ্ঘ। স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের অনুপ্রেরনায় দোস্ত দুস্থ মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মতো মহৎ উদ্যোগ নিয়েছেনন যুবা সঙ্ঘের সদস্যরা।

সানি সিংয়ের উদ্যোগে ক্লাব সদস্য শচীন, অয়ন, সিকান্দার, দীপ, রাকা, রোহিত, ভূষণ, বান্টি, রাজদীপ, অভিষেক, রাজ, আজয়দের মতো যুবকদের ব্যবস্থাপনায় কাঁকুড়গাছি বিসি রায় শিশু উদ্যানের সামনে “পাড়ায় রান্নাঘর” কর্মসূচি শুরু হলো। এই রান্নাঘর থেকে করোনা বিধি মেনে পেটপুরে এলাকাবাসীর জন্য ভাত, ডাল, ডিমের তরকারি, আলুর চিপস বিতরণ করা হলো। সঙ্গে দেওয়া হলো আম।

যুবা সঙ্ঘের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ।

Advt