মানুষের পাশে ‘ছন্নছাড়া’, আপনিও থাকুন

ছন্নছাড়া যখন একজোট হয়, তখন কঠিন কাজও সহজ হয়ে যায়। মাত্র এক সপ্তাহেই বাঁকুড়া পুর এলাকার রাজগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছন্নছাড়া’ মানুষকে ভরসা জোগাচ্ছে। পুরাতন অল স্টুডেন্টস ক্লাবের সদস্য এবং বেশকিছু নবাগত উৎসাহী যুবক-যুবতী নিয়ে তৈরি হয়েছে টিম ‘ছন্নছাড়া’। উদ্দেশ্য একটাই। সব পরিস্থিতিতে মানুষের পাশে থাকা। মানুষকে সাহায্য করা। কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রথম উদ্যোগ নিয়েছিলেন টিম ‘ছন্নছাড়া’র অন্যতম সক্রিয় সদস্য রাহুল দত্ত। আর তার সেই ভাবনার বাস্তবায়ন ঘটাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজগ্রামের সর্বস্তরের মানুষ।

টিম ‘ছন্নছাড়া’র অন্যতম সদস্য রাহুল দত্ত জানান, মানুষের পাশে থেকে কাজ করাটা আমার দীর্ঘদিনের নেশা। এই অতিমারি পরিস্থিতি বা লকডাউনের ফলে অসহায় ও পীড়িত পরিবারগুলির পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকলেও সাহস পাচ্ছিলাম না। সেই সাহস দিতে প্রথমেই এগিয়ে আসেন আমার এক দাদা মিন্টু দত্ত। ব্যাস তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। টিম ‘ছন্নছাড়া’র সদস্যদের নিয়ে ভার্চুয়াল মিটিংয়ে এক রাতেই পরিকল্পনা তৈরি করে ফেলি। আর আমাদের এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে একের পর এক মানুষের আর্থিক সাহায্য আমাদের কাজ করতে উৎসাহ দিয়েছে। প্রথমে ১০-২০ টি পরিবারকে সাহায্য করার কথা থাকলেও পরে আরও বেশি সংখ্যক মানুষের সাহায্যের জন্য ফান্ড তৈরি করা হয়েছে। রাজগ্রামের বা রাজগ্রামের বাইরের যাঁরা আমাদের পাশে এসে দাঁড়ালেন তাঁদের টিম ‘ছন্নছাড়া’ কুর্নিশ জানাচ্ছে। এছাড়া ‘ছন্নছাড়া’র প্রতিটি সদস্য যেভাবে পরিশ্রম করে কাজ করেছে তা অবশ্যই প্রশংসনীয়। প্রাথমিক পর্যায়ে রাজগ্রামের বিভিন্ন এলাকায় আমরা ৫৩ টি পরিবারকে সাহায্য তুলে দিয়েছি। পরবর্তী সময়ে আরো বেশি পরিমাণ মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে। তাদের এই সাহায্যের মধ্যে ছিলো তেল, মুসুর, আলু, সোয়াবিন, নুন, ডিম, তিন ধরনের সাবান, বিস্কুট, মুড়ি, মাস্ক এবং কোভিড সচেতনার লিফলেট।

ছন্নছাড়া-র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

আরও পড়ুন- ‘যশ-নিখিলে পার্থক্য নেই! পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই’, নুসরত প্রসঙ্গে তসলিমা

Advt

Previous articleইয়াস দুর্গতদের প্রয়োজনে “প্রয়োজন”
Next articleব্রেকফাস্ট নিউজ