রানিগঞ্জের বেঙ্গল পেপার মিলে ফের উৎপাদন শুরু

পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের বেঙ্গল পেপার মিল খুলল। সোমবার কারখানা খোলার নোটিশ দিয়েছিল কর্তৃপক্ষ।আজ মঙ্গলবার থেকেই উৎপাদন শুরু হয়েছে ।
করোনার আবহেও শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া।গত ২০ মে আচমকা বন্ধ হয়ে গিয়েছিল বেঙ্গল পেপার মিল।
সিটু নেতা হেমন্ত প্রভাকর বলেন, বেঙ্গল পেপার মিলের মজদুর ইউনিয়নের নেতৃত্বে শ্রমিকদের জোরদার আন্দোলন হয়। তাই কর্তৃপক্ষ কারখানা খোলার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই কারখানাটিতে ৫০০ শ্রমিক কাজ করেন। লকডাউনের মধ্যে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছিল শ্রমিক পরিবারগুলির ।

Advt