কোল ইন্ডিয়ার কর্মীদের জন্য ১০ লক্ষ ভ্যাকসিনের দাবি প্রধানমন্ত্রীর কাছে

করোনা বিধি (covid protocol) মেনে চলা সত্বেও কোল ইন্ডিয়ার (coal India) ৪০০ কর্মীর করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে । আর তার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে টিকাকরণের (demand for vaccine)গতি বাড়ানোর আবেদন জানানো হল। কোল ইন্ডিয়ার তরফে কেন্দ্রের কাছে চিঠি লিখে সংস্থার কর্মী ও তাঁদের পরিবারের টিকাকরণের জন্য ১০ লক্ষ ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যতম বৃহত্তম কয়লা উৎপাদক সংস্থা কোল ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, লকডাউনের সময়েও কর্মীরা এখানে একনাগাড়ে কাজ করছেন। ২ লক্ষ ৫৯ হাজার কর্মীর মধ্যে মাত্র ৬৪ হাজার কর্মীই এখনও অবধি করোনা টিকা পেয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির

তরফে কর্মী ও তাঁদের পরিবারের সকলের টিকাকরণের জন্য চাপ সৃষ্টি করতে শুরু করেছে। সেই কারণেই বাকি কর্মীদেরও যাতে দ্রুত ভ্যাক্সিনেশন এর ব্যবস্থা করা হয়, সেই আবেদনই জানানো হয়েছে কেন্দ্রের কাছে।