Sunday, November 16, 2025

কলকাতায় চালু হল ‘Drive by Vaccination’। অর্থাৎ টিকা নেওয়া জন্য যেতে হচ্ছে না কোনও হাসপাতালে বা কোনও টিকাকরণ কেন্দ্রে। গাড়ি নিয়ে এলে দেওয়া হবে করোনা প্রতিষেধক। এরপর যিনি টিকা নিয়েছেন তাঁকে গাড়িতেই খানিকক্ষণ বিশ্রাম নিতে হবে। তারপর তিনি চলে যেতে পারবেন। এই নয়া উদ্যোগ নিয়েছে আমরি এবং কলকাতা পুলিশ।

আমরি এবং কলকাতা পুলিশের উদ্যোগেই এবার শুরু হল ‘Drive by Vaccination’। এই টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ও আমরি হাসপাতালের সিইও রূপক বড়ুয়া। ময়দানে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে আজ, বুধবার থেকে শুরু হল ভ্যাকসিন অন রোড। এখানে হাসপাতালে যে দাম দিয়ে ভ্যাকসিন নিতে হতো এখানেও ঠিক সেই দাম দিয়েই টিকা কিনতে হবে। অর্থাৎ কোভিশিল্ডের ক্ষেত্রে ৭৮০ টাকা কোভ্যাক্সিনের ক্ষেত্রে ১,৪১০ টাকা এবং স্পুটনিকের ক্ষেত্রে ১,১৪৫ টাকা। যদিও কলকাতায় এখনও স্পুটনিক ভি এসে পৌঁছয়নি।

আরও পড়ুন-বিচিত্র মামলা, CBI কি ‘Alice in Wonderland’ তকমা লাগাতে চায় গায়ে? প্রশ্ন সিংভির

আমরি এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে টিকাকরণ কেন্দ্রগুলিতে ভিড় কমানো জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানিয়েছেন, “আজ থেকে এই কর্মসূচি চালু হয়েছে। আজকে এখানে হচ্ছে। আশা করছি প্রায় ৪০০ মানুষ ভ্যাকসিন পাবেন। আগামিকাল আরও দুটো যায়গায় এই কর্মসূচি পালন হবে। সব মিলিয়ে মোট তিনটে জায়গায় চলবে এই টিকাকরণ। এর কর্মসূচির থেকে যদি ভালো সাড়া মেলে তাহলে হয়ত আমরা অন্য জায়গাতেও করতে পারব”। এই কর্মসূচি শুধু ময়দানেই চলবে না এরপর কলকাতার বিভিন্ন জায়গায় এভাবেই চলবে টিকাদান।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version