ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন স্টেফানোস তিতসিপাস

ফ্রেঞ্চ ওপেনের ( French open )সেমিফাইনালে পৌঁছে গেলেন স্টেফানোস তিতসিপাস( Stefanos Tsitsipas)। কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন দানিল মেদভেদেভকে( Daniil Medvedev) । ম‍্যাচের ফলাফল ৬-৩, ৭-৬(৩), ৭-৫ ।

এই  জয়ের পর তিতসিপাস বলেন, “কষ্ট করে কিছু আদায় করে নেওয়ার মজাই আলাদা। এই ম্যাচটা ঠিক তেমনই ছিল। কারণ মেদভেদেভ শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ লড়াই করেছিল।” সেমিফাইনালে তিতসিপাস মুখোমুখি হবেন জেরেভের।

এ দিকে বুধবার ফ্রেঞ্চ ওপেনের বাকি দুই কোয়ার্টার ফাইনালে কোর্টে নামছেন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। নাদালের সামনে মুখোমুখি  ইটালির দিয়েগো সোয়াৎজম্যান। অন্যদিকে জোকোভিচের প্রতিপক্ষ ইটালির আর এক তরুণ মাতেও বেরেত্তিনি।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সের আগে নতুন স্পনসরের খোঁজে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

Advt