বৃষ্টিতে মুম্বইয়ে বহুতল ভেঙে ৮ শিশু-সহ অন্তত ১১ জনের মৃত্যু

চলছে উদ্ধার কাজ। ছবি: সংগৃহীত।

তুমুল বৃষ্টিতে মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। বৃষ্টির জেরে মুম্বইয়ে মালবানির মালাডে বুধবার রাত ১১টা নাগাদ একটি ৪ তলা বিল্ডিং ভেঙে পড়ে। এই  ভয়ানক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৮ জনই শিশু। আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের বিডিবিএ মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রচণ্ড বৃষ্টির কারণে রাতে ওই সময় বহুতলের বাসিন্দারা প্রায় সবাই ঘরেই ছিলেন। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। বৃষ্টি এবং রাতের কারণে মৃতের সংখ্যা ১১তে পৌঁছে যায় বলে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছে যায় দমকল এবং অন্য উদ্ধারকারী দল। স্থানীয়রাও উদ্ধারে হাত লাগান। ধ্বংসস্তুপের নিচে কেউ আটকে রয়েছেন কিনা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা।

বিএমসি জানিয়েছে, এই বিল্ডিংটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। টানা বৃষ্টির জেরেই সেটি ভেঙে পড়ে। এই বিল্ডিং ছাড়াও মুম্বই জুড়ে এমন এনেক বিল্ডিংকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। অনেক ক্ষেত্রেই সেগুলি খালি করা হয়নি।

আগামী আরও ৪ দিন এমন প্রবল বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর।