Breaking: চলে গেলেন বিশিষ্ট বামপন্থী বুদ্ধিজীবী পার্থ সেনগুপ্ত

বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী পার্থ সেনগুপ্ত। বয়স হয়েছিল বিরাশি। রেখে গেলেন স্ত্রী ,দুই পুত্র সাক্ষর ও নিলাদ্রী, পরিবার ও অসংখ্য গুণমুগ্ধকে। বিশ্বকোষ পরিষদের সম্পাদক ছিলেন তিনি। মনেপ্রাণে বামপন্থী পার্থবাবু আগাগোড়া জড়িত ছিলেন বামপন্থী স্রোতের সঙ্গে। সিপিএম ও সিপিআই নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। ধর্মনিরপেক্ষ আন্দোলন ও সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃত তিনি। নিজে নেতৃত্ব দিতেন এইসব কর্মযজ্ঞের। নকশাল আমলে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর এখন যেটি রয়েছে সেটি তাঁর উদ্যোগেই তৈরি। বীরসিংহ গ্রামসহ একাধিক জায়গায় স্কুল এবং নারীশিক্ষা আন্দোলনে তাঁর সহযোগিতা ছিল দেখার মত। বিশ্বকোষ পরিষদ থেকে বিশ্বকোষসহ বহু মূল্যবান বই প্রকাশ করেছেন তিনি। এখনকার সিপিআই রাজ্য দপ্তরের সামনে বেগম রোকেয়া মিনার তাঁর উদ্যোগেই নির্মিত। বুদ্ধিজীবী, সমাজসেবী পার্থবাবুর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাঁর বিরাট বৃত্তে।

Advt

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleপ্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত