Wednesday, August 27, 2025

৫ বছরের কম বয়সী শিশুদের মাস্ক পরাতে হবে না, নয়া নির্দেশিকা কেন্দ্রীয় সংস্থা ডিজিএইচএসের

Date:

করোনা পরিস্থিতিতে(Karuna situation) গোটা দেশবাসীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার(central government)। তবে সম্প্রতি সেই বিধিতে সামান্য পরিবর্তন আনা হলো। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী(health ministry) অধীনে থাকা ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের(ডিজিএইচএস) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ৫ বছরের নিচের শিশুদের মাস্ক পরাতে হবে না। এদিন শিশুদের জন্য কি কি নিয়ম নীতি প্রযোজ্য হবে তার একটি সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে ডিজিএইচএসের(DGHS) তরফে।

সম্প্রতি ডিজিএইচএসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের কোনভাবেই মাস্ক পড়ানোর দরকার নেই। ছয় থেকে ১১ বছর বয়সীদের মাস বাড়ানো যেতে পারে। একইসঙ্গে শিশুদের শারীরিক অবস্থার দিকে বাড়তি খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে অভিভাবকদের। এছাড়াও কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে ১৮ বছরের নিচের শিশুদের শরীরে অ্যান্টি ভাইরাল ড্রাগ রেমডিসিভির প্রয়োগ কোনভাবেই করা যাবে না। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ কাটিয়ে উঠছে ভারত। এখন তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগে রয়েছে সরকার। আশঙ্কা করা হচ্ছে, তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি বিপদ হবে শিশুদের জন্য। এই পরিস্থিতিতে আগেভাগে প্রস্তুতি নিতে নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রে তরফে।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীকে দাড়ি কাটতে ১০০ টাকা পাঠালেন বারামতীর চা-ওয়ালা

সংশোধিত নির্দেশিকায় আরও জানানো হয়েছে, উপসর্গহীন ও অল্প উপসর্গযুক্ত করোনা সংক্রামিতদের জন্য ঠান্ডা লাগা ও জ্বরের ক্ষেত্রে যে সমস্ত ওষুধ ব্যবহার হয় তা ছাড়া অন্য কোনো ওষুধ না খাওয়ানোর জন্য। গত ২৭ মে কেন্দ্রের জারি করা এই বিজ্ঞপ্তি সম্প্রতি সংবাদমাধ্যমে তরফ সে প্রকাশ্যে আনা হয়েছে যেখানে কেন্দ্রীয় নির্দেশিকা বলা হয়েছে, অরুনা চিকিৎসার জন্য ব্যবহৃত হাইড্রস্কিক্লোরোকুইন, ইভেনমেকটিন, ডক্সিডাইলিন, জিঙ্ক, মাল্টিভিটামিনের মত ওষুধগুলি একান্ত প্রয়োজন ছাড়া যেন ব্যবহার না করা হয়। একইসঙ্গে প্রয়োজন ছাড়া সিটিস্ক্যান জাতীয় পরীক্ষাও না করানোর পরামর্শ দেওয়া হয়েছে ডিজিএইচএসের তরফে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version