বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের (world test championship )প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া( india team)। ইংল‍্যান্ড পৌঁছে তিনদিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে  বৃহস্পতিবার সম্মিলিত অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল।

এদিন বিসিসিআই( bcci) তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে অধিনায়ক বিরাট কোহলি(virat kohli), অজিঙ্কে রাহানে, ঋষভ পন্থরা অনুশীলনে গা ঘামাচ্ছেন।

গত ২ জুন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে ইংল‍্যান্ডে পারি দেন টিম ইন্ডিয়া। তারপর তিনদিনের কোড়া কোয়ারেন্টাইনে থাকেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তিনদনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে বৃহস্পতিবার থেকে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের মহারনের প্রস্তুতি নেমে পড়ল কোহলি ব্রিগেড।

আরও পড়ুন:ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে জোকোভিচ, সেমিফাইনালে তাঁর মুখোমুখি নাদাল

Advt