আজ বৃহস্পতিবার তৃণমূল ভবনে গিয়ে Trinamool এ ফিরতে পারেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। সঙ্গে পুত্র শুভ্রাংশু। বেলা সাড়ে বারোটা পর্যন্ত তাঁরা বৈঠক করছেন বিধাননগরের বাড়িতে। সব ঠিকঠাক থাকলে দুটোর পর ভবনে যাবেন তাঁরা। আর সূত্রের খবর, একটি বৈঠকের জন্য ভবনে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মূলত মমতার সঙ্গে দেখা করতেই যাবেন মুকুল রায়। শেষ মুহূর্তে রদবদল না ঘটলে এই কর্মসূচি চূড়ান্ত। বিজেপির বিধায়ক পদ ছাড়ার কথাও ভাবছেন মুকুল।

আরও পড়ুন:কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা
