Thursday, November 13, 2025

বিরোধী দলনেতা আমি, বিধায়ক ভাঙিয়ে দেখাক তৃণমূল! শুভেন্দুর হুঙ্কারের পরই খসল মুকুল

Date:

দুদিন আগেই স্বভাবোচিত ঔদ্ধত্য দেখিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তৃণমূলকে (tmc)। ভোটের মুখে দলবদলু নব্য বিজেপি (bjp) নেতা শুভেন্দুর হুঙ্কার ছিল: বিধানসভায় আমি বিরোধী দলনেতা। আগে যা হয়েছে তা এখন আর হবে না। সাহস থাকলে বিজেপির বিধায়ক ভাঙিয়ে দেখাক তৃণমূল। ৪৮ ঘণ্টাও কাটল না। নিজের ছোঁড়া চ্যালেঞ্জের মুখতোড় জবাব তৃণমূলের কাছ থেকে পেয়ে গেলেন নন্দীগ্রামের বিধায়ক। তাও আবার এলেবেলে কেউ নয়, বিধানসভায় বিজেপি শিবির থেকে খসলেন মুকুল রায় (mukul roy)। তৃণমূলে যোগের মুহূর্তে যিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

শুভেন্দুর ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জ ফিরিয়ে দিয়েছে তৃণমূল। বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু যে শুরুতেই ব্যর্থ, দলের অন্যতম বড় নেতা তথা বিধায়ককে ধরে রাখতে পারলেন না, তাও স্পষ্ট হল। বিজেপির অন্দরমহলের খবর, ভোটের মুখে দল বদলানো শুভেন্দুর চড়া সুরে হম্বিতম্বি ও উগ্র প্ররোচনামূলক বক্তব্য দলের অনেকেই এখন ভালোভাবে নিচ্ছেন না। দলীয় কর্মীদের দুর্দিনে পাশে দাঁড়ানোর বদলে তাঁর প্ররোচনামূলক নানা উক্তিতে উত্তেজনা আরও বাড়ছে। অভিযোগ, যে সময় সংযত আচরণ করার কথা সেই সময় বালখিল্যের মত গরম গরম কথা বলে পরিস্থিতি আরও ঘোরালো করছেন বিরোধী দলনেতাই। এতে একদিকে যেমন শাসক দলের জেদ বেড়ে যাচ্ছে অন্যদিকে বিজেপির মধ্যেও বিক্ষুব্ধের সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন- ‘মুকুলের মতো’ আর কে-কে নয়? নেত্রীর ইঙ্গিতে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version