Friday, December 5, 2025

‘অয়ারাম-গয়ারামদের নিয়ে চিন্তিত নই,’ মুকুল বিদায়ে মন্তব্য দিলীপের

Date:

Share post:

বঙ্গ বিজেপিকে(BJP) দিশা দেখাতে কদিন আগেও গেরুয়া শিবিরে তাঁর গুরুত্ব ছিল অপরিসীম। বিজেপি নেতারা মনেপ্রাণে মানতেন বঙ্গ রাজনীতির চাণক্য তিনি। এহেন মুকুল রায়(Mukul Roy) গেরুয়া শিবির ছেড়ে এবার ঘাসফুলে যোগ দিতেই তাঁকে ‘অয়ারাম গয়ারাম’ বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। জানিয়ে দিলেন, এইসব অয়ারাম গয়ারামদের নিয়ে মোটেই চিন্তিত নই আমরা। যদিও মুকুল বিদায়ের পর বঙ্গ বিজেপি নেতাদের মন্তব্যকে ‘আঙুর ফল টক’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূল ভবনে(Trinamool Bhavan) এসে ঘাসফুলে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। এরপরই কার্যত ভিত কেঁপে ওঠে গেরুয়া শিবিরের। বৃহস্পতিবার অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। শুক্রবার পার্টি অফিসে সাংবাদিক বৈঠক চলাকালীন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ধেয়ে আসে দিলীপের জন্য। যদিও মুকুল ইস্যুতে একেবারেই ‘ডোন্ট কেয়ার’ মনোভাব দেখান রাজ্য বিজেপি সভাপতি। দিলীপ ঘোষ বলেন, ‘অয়ারাম গয়ারামদের নিয়ে মোটেই চিন্তিত নই আমরা। কোটি কোটি মানুষ বিজেপি করছে। দলের নীতি, আদর্শ, কার্যপদ্ধতি তাঁদের কাছে পরিষ্কার। বিজেপি মহাসাগরের মতো, এক বিন্দু জল চলে গেলে তাতে কিছু আসে-যায় না’। এরপরই সুর চড়িয়ে তিনি বলেন, ‘মুকুল রায়কে দলে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। জীবনে প্রথমবার ভোটে জেতার সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে। উনি অভিজ্ঞ নেতা জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে আলাদা করে আমাদের কিছু বলার নেই।’

আরও পড়ুন:মুকুল দল ছাড়তেই বেসুরো বিজেপি বিধায়ক বিশ্বজিৎ

উল্লেখ্য, ২০১৭ সালের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। দীর্ঘ চার বছর তাঁর উপস্থিতিতে বঙ্গ রাজনীতিকে বিশেষ জায়গা করে নিয়েছে বিজেপি। যদিও শেষ সময়ে সেভাবে দলে মুকুল রায় গুরুত্ব পাচ্ছিলেন না এমন অভিযোগ উঠতে শুরু করেছিল। বিধানসভা নির্বাচনেও সেভাবে মুকুল রায়ের অস্তিত্ব দেখা যায়। যদিও বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক হিসেবে জিতে আসেন তিনি। ফল ঘোষণার পর গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফের তৃণমূলে যোগদান করেন সপুত্র মুকুল।

spot_img

Related articles

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...

বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

তাঁরই লোকসভা ক্ষেত্রের বাসিন্দা সোনালি খাতুন। বৈধ ভারতীয় হওয়া সত্ত্বেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার তাঁকে ও তাঁর পরিবারকে...

রাশিয়ার সহযোগিতায় ভারতে সবথেকে বড় পারমাণবিক প্রকল্প: ঘোষণা পুতিনের

পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করে সম্প্রতি গোটা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।...