রাজ্যে চালু হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন, লোকাল চলবে কবে?

রাজ্যে জারি বিধিনিষেধ। বন্ধ ট্রেন পরিষেবা। তবে ১৭ জুন থেকে স্পেশাল ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া (Howrah) এবং শিয়ালদহ (Sealdah) শাখায় চালু হবে স্পেশাল ট্রেন পরিষেবা। একাধিক রুটে স্পেশাল ট্রেন চালু করা হবে। তবে লোকাল ট্রেন চালানো হবে কি না তা এখনও জানা যায়নি।

করোনা সংক্রমণে রাশ টানতে দুই দফায় বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। ১৫ জুন পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। দোকান খোলার সময়সীমা বাড়ানো হয়েছে দুপুর ১২টা থেকে চারটে পর্যন্ত।

তবে, প্রথম দফা থেকেই বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। হাওড়া এবং শিয়ালদহ-সহ সব শাখাতেই সব রুটের লোকাল ট্রেন বন্ধ। একের পর এক ট্রেন চালক এবং গার্ড করোনা আক্রান্ত হয়ে পড়ায় পরিষেবাতেও সমস্যা হচ্ছিল। সীমিত সংখ্যাক দূরপাল্লার ট্রেন চলছে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই কম। সেকারণেই একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ তারিখ থেকে হাওড়া এবং শিয়ালদহ রুটে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হবে। তবে রবিবার সেগুলি চলবে না।
যে ট্রেন গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি হল:

• হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল
• শিয়ালদা-এনজেপি স্পেশাল
• হাওড়া-কাটিহার স্পেশাল ট্রেন
• কলকাতা-হলদিবাড়ি স্পেশাল (সপ্তাহে ৪দিন চলবে)
• কলকাতা-বালুরঘাট স্পেশাল ট্রেন (শনিবার ছাড়া চলবে)

তবে, এখনও বন্ধ মেট্রো পরিষেবাও। লোকাল ট্রেন চলাচল সম্পর্কেও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

 

Previous article‘অয়ারাম-গয়ারামদের নিয়ে চিন্তিত নই,’ মুকুল বিদায়ে মন্তব্য দিলীপের
Next articleদিকে দিকে বিজেপিতে ভাঙনের আবহে মুকুল-শুভ্রাংশুর সঙ্গে বৈঠকে অভিষেক