Saturday, May 3, 2025

দিনহাটার ক্লাবঘর ভাঙল পুরসভা৷ এই ক্লাবের সামনেই গত ৬ মে আক্রান্ত হন পৌর প্রশাসক উদয়ন গুহ। শনিবার সকাল থেকে সেই ক্লাব ঘর ভাঙতে অভিযানে নামে পৌরসভা। উদয়ন গুহর দাবি, নর্দমার উপরে বেআইনি ভাবে গড়ে তোলা হয়েছিল ক্লাব। ক্লাবে অসামাজিক কাজ চলত। এব্যাপারে ক্লাব ভাঙ্গতে চিঠি দেওয়া হয়েছিল ক্লাব কর্তাদের। তবে কেউ আসেন নি। তাই পৌরসভা এদিন অভিযান চালায়।

প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তরা এই ক্লাব থেকে হামলা করেছিলেন। সেই ক্লাব ভেঙে গুড়িয়ে দিল পুর কর্তৃপক্ষ। শনিবার সকালে পৌরসভার কর্মীরা জেসিবি দিয়ে শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় থাকা বয়েজ ক্লাব ও পাশেই থাকা একটি মোবাইলের দোকান ভেঙে দেয়। অভিযোগ ওই ক্লাব থেকে লাঠি নিয়ে বেশ কয়েকজন তার উপর আক্রমণ করে। তাকে বিভিন্ন ভাবে আঘাত করা ছাড়াও তার হাত ভেঙ্গে দেওয়া হয়। তার দুই নিরাপত্তারক্ষী ও আক্রান্ত হয়। টানা একমাস কলকাতায় চিকিৎসার পর উদয়ন গুহ দিনহাটা ফিরে আসেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে পাওয়ার হাউজ মোড় এলাকায় নর্দমার উপরে থাকা ওই ক্লাব এবং পাশেই থাকা একটি মোবাইলের দোকানের কোনরকম কাগজপত্র তারা দেখাতে না পারায় বেআইনি ভাবে থাকা ক্লাব পাশেই থাকা মোবাইলের দোকানটি ভেঙে দেওয়া হলো। উল্লেখ্য হামলায় অভিযুক্তদের ছবি সহ পোস্টার ছড়িয়ে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তবে মুল অভিযুক্তরা এখনও অধরা। এবারে বেআইনি নির্মানের অভিযোগ তুলে সেই ক্লাব ভেঙে গুড়িয়ে দিল পৌরসভা৷ গত ৬ মে আক্রান্ত হন পৌর প্রশাসক উদয়ন গুহ। শনিবার সকাল থেকে সেই ক্লাব ঘর ভাঙতে অভিযানে নামে পৌরসভা। উদয়ন গুহর দাবি, নর্দমার উপরে বেআইনি ভাবে গড়ে তোলা হয়েছিল ক্লাব। ক্লাবে অসামাজিক কাজ চলত। এব্যাপারে ক্লাব ভাঙতে চিঠি দেওয়া হয়েছিল ক্লাব কর্তাদের। তবে কেউ আসেন নি। তাই পৌরসভা এদিন অভিযান চালায়।

 

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version