নিউটাউন এনকাউন্টার: পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার ভুল্লার ঘনিষ্ঠ সুমিত কুমার

নিউটাউন সাপুরজির “সুখবৃষ্টি” আবাসনে পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতীর এনকাউন্টারের পর কেটে গিয়েছে কয়েক ঘন্টা। রহস্যের শিকড়ের খোঁজে এ রাজ্যে যেমন বিধাননগর পুলিশ তদন্তে নেমেছে, ঠিক একইভাবে জোরদার তদন্তে নেমেছে পাঞ্জাব পুলিশ। আর সেখানেই বড়সড় ব্রেক থ্রু।

মোহালি থেকে “আসল” সুমিত কুমারকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশের ইন্টারনাল সিকিউরিটি টিম।

এই সুমিত কুমারের সমস্ত ব্যক্তিগত নথি ব্যবহার করে নিউটাউনের আবাসনে ভুয়ো পরিচয়ে গা ঢাকা দিয়েছিল গ্যাংস্টার জয়পাল ভুল্লার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে
সুমিত কুমারের আধার কার্ড-সহ অন্যান্য তথ্য ব্যবহার করে সাপুরজির আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল কলকাতা পুলিশের এনকাউন্টারে মৃত ভুল্লার ও তার সঙ্গী।

সুমিত কুমার দিল্লিতে অটো মোবাইল যন্ত্রাংশের ব্যবসা করতেন। যে আরেক অভিযুক্ত ভরত কুমারের পরিচিত। ভুয়ো নথি, আধার কার্ড, পাসপোর্ট বানানোয় এরা পারদর্শী। পাঞ্জাব পুলিশের জেরায় সুমিত কুমার স্বীকার করেছে, সে নিজের আধার কার্ড, পাসপোর্ট ভরত কুমারকে দিয়েছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছে, গ্যাংস্টারদের সঙ্গে সুমিত কুমারের সরাসরি কোনও যোগাযোগ ছিল কি-না।

আরও পড়ুন:বনদফতরের সহযোগিতায় মার্লিন গ্রুপ ও কেএসসিএইচ সুন্দরবনের ১৫০০ দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছালো