Monday, August 25, 2025

এবার ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় জেলের ভিতরেই মারধরের অভিযোগ এক ISIS জঙ্গিকে!

Date:

জয় শ্রীরাম ধ্বনি না দেওয়ায় আজ-কাল রাস্তাঘাটে-বাজারেহাটে অনেকেই মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এবার একই কান্ড ঘটল জেলের ভিতর এক জঙ্গির সঙ্গে। কারাবন্দি ওই সন্ত্রাসবাদীর অভিযোগ, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে তাকে বাধ্য করা হয়। না দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পাল্টা অভিযোগ, ওই জঙ্গি নিজেই নিজেকে জখম করেছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ISIS-এর ওই জঙ্গি।

এই ঘটনা দিল্লির তিহার জেলের। ISIS-এর ওই জঙ্গির আইনজীবী এম এস খানের দাবি, ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় তাঁর মক্কেলকে জেলে বেধড়ক মারধর করেছে জেলের অন্য বন্দিরা। বুধবার এই ঘটনার প্রেক্ষিতে দিল্লির একটি আদালতে মামলা করা হয়েছে।

সূত্রের খবর, দিল্লি-সহ ভারতের বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্র করছিল ওই জঙ্গি অর্থাৎ ইসলামিক স্টেটের সদস্য রশিদ জাফর। নিশানায় ছিল একাধিক রাজনীতিবিদ থেকে শুরু করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি। তা বানচাল করে দেয় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ও দিল্লি পুলিশ। তাঁদের যৌথ অভিযানে ২০১৮ সালের ডিসেম্বর মাসে ধরা পড়ে রশিদ ও তাঁর ৮ সঙ্গী। এরপর উত্তরপ্রদেশের ১১টি জায়গা ও রাজধানী দিল্লির জাফরাবাদ ও সেলামপুরে অভিযান চালায় NIA। এর ফলে জঙ্গিদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। তারপর থেকেই তিহার জেলে রয়েছে রশিদ।

আরও পড়ুন-করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই প্রৌঢ়ের শরীর পরিণত হল চুম্বকে!

ISIS-এর জঙ্গি রশিদ প্রজাতন্ত্র দিবসে হামলার ছক কষে ছিল, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার কাছ থেকে উদ্ধারক করা হয়, পটাশিয়াম নাইট্রেট, সালফার ও অ্যামোনিয়াম নাইট্রেট সহ ২৫ কেজি বিস্ফোরক। এছাড়াও রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি, ওয়ারলেস ডোরবেল থেকে যন্ত্রাংশ নিয়ে বোমা তৈরি করেছিল, ৯১টি মোবাইল ফোন, ১৩৪টি সিমকার্ড বাজেয়াপ্ত করা হয় রশিদের কাছ থেকে।

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version