Thursday, August 28, 2025

এবার ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় জেলের ভিতরেই মারধরের অভিযোগ এক ISIS জঙ্গিকে!

Date:

জয় শ্রীরাম ধ্বনি না দেওয়ায় আজ-কাল রাস্তাঘাটে-বাজারেহাটে অনেকেই মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এবার একই কান্ড ঘটল জেলের ভিতর এক জঙ্গির সঙ্গে। কারাবন্দি ওই সন্ত্রাসবাদীর অভিযোগ, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে তাকে বাধ্য করা হয়। না দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পাল্টা অভিযোগ, ওই জঙ্গি নিজেই নিজেকে জখম করেছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ISIS-এর ওই জঙ্গি।

এই ঘটনা দিল্লির তিহার জেলের। ISIS-এর ওই জঙ্গির আইনজীবী এম এস খানের দাবি, ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় তাঁর মক্কেলকে জেলে বেধড়ক মারধর করেছে জেলের অন্য বন্দিরা। বুধবার এই ঘটনার প্রেক্ষিতে দিল্লির একটি আদালতে মামলা করা হয়েছে।

সূত্রের খবর, দিল্লি-সহ ভারতের বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্র করছিল ওই জঙ্গি অর্থাৎ ইসলামিক স্টেটের সদস্য রশিদ জাফর। নিশানায় ছিল একাধিক রাজনীতিবিদ থেকে শুরু করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি। তা বানচাল করে দেয় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ও দিল্লি পুলিশ। তাঁদের যৌথ অভিযানে ২০১৮ সালের ডিসেম্বর মাসে ধরা পড়ে রশিদ ও তাঁর ৮ সঙ্গী। এরপর উত্তরপ্রদেশের ১১টি জায়গা ও রাজধানী দিল্লির জাফরাবাদ ও সেলামপুরে অভিযান চালায় NIA। এর ফলে জঙ্গিদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। তারপর থেকেই তিহার জেলে রয়েছে রশিদ।

আরও পড়ুন-করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই প্রৌঢ়ের শরীর পরিণত হল চুম্বকে!

ISIS-এর জঙ্গি রশিদ প্রজাতন্ত্র দিবসে হামলার ছক কষে ছিল, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার কাছ থেকে উদ্ধারক করা হয়, পটাশিয়াম নাইট্রেট, সালফার ও অ্যামোনিয়াম নাইট্রেট সহ ২৫ কেজি বিস্ফোরক। এছাড়াও রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি, ওয়ারলেস ডোরবেল থেকে যন্ত্রাংশ নিয়ে বোমা তৈরি করেছিল, ৯১টি মোবাইল ফোন, ১৩৪টি সিমকার্ড বাজেয়াপ্ত করা হয় রশিদের কাছ থেকে।

Related articles

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...
Exit mobile version