Wednesday, November 5, 2025

ভারতীয়দের অ্যাকাউন্ট হ্যাক করে ১০ কোটি টাকা গায়েব করেছে ধৃত হান জুনবে 

Date:

গুপ্তচর ও প্রতারক (Chinese spine cheeter) সন্দেহে মালদহে (maldah) ধৃত চিনা নাগরিক হান জুনবে ও তার দলবল মিলে গত ৩ বছর ধরে ভারত থেকে অন্তত ১০ কোটি টাকা হাতিয়েছে । এমনটাই সন্দেহ করছেন পুলিশ ও গোয়েন্দারা (police and detective)। প্রাথমিক তদন্তের পরে গোয়েন্দাদের ওই সন্দেহ দৃঢ় হয়েছে। তবে চিনা দোভাষীর সাহায্য নেওয়ার পরেই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে দাবি করা হয়েছে। তদন্তকারী অফিসারদের একাংশের দাবি, হান ও তাঁর দলবল কী কী তথ্য চিনে পাচার করেছে, অনলাইনে প্রতারণা করে ঠিক কত টাকা কামিয়েছে সেই ব্যাপারে নিশ্চিত হতে আরেকটু সময় লাগবে। তবে সেই পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে তদন্তকারীদের একাংশের ধারনা।

গত ১০ জুন সকালে হান বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে। এর পরে কালিয়াচক পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। হানের কাছ থেকে বাংলাদেশ ও নেপালের ভিসা পাওয়া গিয়েছে। কিন্তু ভারতে ঢোকার বৈধ নথিপত্র তাঁর কাছে ছিল না। পুলিশের দাবি, ভারতে ঢোকার আগে চিনা নাগরিক তাঁর এক সঙ্গীর সঙ্গে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায় থাকত। তার আগে ঢাকাতেও কিছুদিন ছিল সে। তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, একাধিক সিম কার্ড মিলেছে।

জেরায় পুলিশ জেনেছে, হানের স্ত্রীও গ্যাংয়ে যুক্ত। দিন কয়েক আগে লখনউ এসটিএফ এক চিনা নাগরিককে গ্রেফতার করেছিল। ধৃত সেই ব্যক্তি হান -এর বন্ধু। তখন থেকেই লখনউ এসটিএফের খাতায় ওয়ান্টেড ছিল জুনেব ও তার স্ত্রী। চিনের হুবেই প্রদেশের বাসিন্দা হান ও তার দলবল প্রতারণা করত কীভাবে! দুজনে মিলে দুটি অ্যাপের মাধ্যমে জাল বিছিয়ে ভারতের নানা প্রান্তের নাগরিকদের অনলাইনে টাকা ডবলের টোপ দিয়ে প্রতারণা করত। সেই কাজে ভারতীয় সিম ব্যবহার করত হানরা। ধৃতরা গত তিন বছরে অন্তত ১৩০০ ভারতীয় সিম কার্ড ভুয়ো নথি দিয়ে তুলে ব্যবহার করেছে। সেই সব সিম দিয়ে বারতীদের পাঁদে ফেলে তাঁদের কাছে নানা লিঙ্ক পাঠিয়ে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিতে সিদ্ধহস্ত হান ও তার দলের লোকরা।

 

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অনলাইনে জালিয়াতিতে ব্যবহার করা হয়েছে এমন পাঁচটি যন্ত্র পাওয়া গিয়েছে হানের কাছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version