কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে অভিযুক্ত রাম মন্দির ট্রাস্ট, CBI তদন্তের দাবি

কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে অভিযুক্ত রাম মন্দির ট্রাস্ট, CBI তদন্তের দাবি
রাম মন্দির

কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে বিদ্ধ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷
এই দুর্নীতির CBI তদন্তের দাবিও উঠেছে৷

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে কোটি কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ এনেছে সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি। শুধু অভিযোগ আনাই নয়, পুরো ঘটনার CBI তদন্তের দাবিও উঠেছে।

রবিবার এক সাংবাদিক বৈঠকে সমাজবাদী পার্টির নেতা তেজনারায়ণ পান্ডে অভিযোগ করেছেন, ” ২ কোটি টাকায় ১২,০৮০ স্কোয়ার মিটার জমির অংশ কিনেছিলেন রবিমোহন তিওয়ারি এবং সুলতান আনসারি। জমি কেনার মাত্র ১০ মিনিট পর গত ১৮ মার্চ ট্রাস্ট সেটি ১৮.৫ কোটি টাকায় জমি কিনেছে।” তাঁর দাবি, কেনা চুক্তির সময় হাজির ছিলেন ট্রাস্টের সদস্য অনিল মিশ্র এবং অযোধ্যার মেয়র হৃষিকেশ উপাধ্যায়। সেইসঙ্গে RTGS-এর মাধ্যমে রবিমোহন ও সুলতানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ কোটি টাকা পাঠানো হয়েছিল। RTGS-এর মাধ্যমে সেই অর্থ পাঠানোর ঘটনায় তদন্তের পাশাপাশি পুরো ‘জমি দুর্নীতিতে’ CBI তদন্তের দাবি তুলেছেন সমাজবাদী পার্টির নেতা।

আরও পড়ুন-এবার বিনামূল্যে IAS কোচিং স্কলারশিপ দেবেন সোনু, কীভাবে আবেদন করবেন জেনে নিন

একই অভিযোগ তুলেছেন আপ নেতা সঞ্জয় সিং। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি নথি প্রকাশ করে তিনি দাবি করেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ২ কোটি টাকায় জমির একটি অংশ কিনেছিলেন রবিমোহন ও সুলতান। ৭টা ১৫ মিনিটে রাম জন্মভূমি ট্রাস্টের চম্পত রাই সেই জমি কেনেন ১৮.৫ কোটি টাকায়। চম্পতের হিসাব অনুযায়ী, প্রতি সেকেন্ডে জমির দাম বেড়েছিল ৫.৫ লাখ টাকা। আপ-নেতার প্রশ্ন করেন, “দুনিয়ায় আর কোনও এমন জায়গা আছে, যেখানে এত দ্রুত জমির দাম বদলে যায়? এমন শুধু হয় ভগবান রামের জন্মস্থানে।” সঞ্জয় আরও অভিযোগ করেন, অনিয়মের এখানেই শেষ হয়নি। আরও একটি তথ্য আছে। প্রথম লেনদেনের জন্য স্ট্যাম্প কেনা হয়েছিল ৫ টা ২২ মিনিটে। যেখানে দ্বিতীয় লেনদেনের জন্য ৫টা ১১ মিনিটে স্ট্যাম্প কেনা হয়েছিল। অর্থাৎ যে জমি বিক্রিই হয়নি, সেই জমি কেনার জন্য প্রথমে স্ট্যাম্প জোগাড় করা হয়েছিল।” এই অভিযোগ নিয়ে সরাসরি মুখ খুলতে চাননি ট্রাস্টের সাধারণ সম্পাদক। সংবাদসংস্থাকে তিনি বলেছেন, “ওঁরা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলতেই থাকেন। গত ১০০ বছর ধরে এটাই হয়ে আসছে৷ বিস্তারিতভাবে খতিয়ে না দেখে আমি কোনও মন্তব্য করব না।”

Previous articleকরোনা বিপর্যয়ের মধ্যেই দাম বাড়ছে জ্বালানির, পেট্রোলের দাম পেরলো ৯৬ টাকা
Next articleলোকাল ট্রেন চালাতে রাজ্যকে চিঠি রেলের, কর্মীদের টিকাকরণে জোর মেট্রোর