Friday, January 9, 2026

কলকাতা থেকে আরএমডি সরানোর চক্রান্ত করছে কেন্দ্র: বিরোধিতায় সরব ঋতব্রত

Date:

Share post:

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ‘র মেটেরিয়াল ডিভিশন’কে কলকাতা থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে রাজ্যের তিনটি ভারী শিল্প কারখানা। সোমবার, সাংবাদিক বৈঠকে এই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Benarjee)। তিনি বলেন, রাজ্যে ইস্পাত শিল্পে কাঁচামালের প্রয়োজনের জন্যেই এই আরএমডি (Rmd) স্থাপন করা হয়েছিল। এই ইউনিট থেকে কোটি কোটি টাকা মুনাফা করেছে সেইল। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে এই ইউনিটঠিকে কলকাতা থেকে বোকারো বা রাউরকেল্লা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতায় আরএমডির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন আইএনটিটিইউসি (Inttuc) সদস্যরা।

 

ঋতব্রত বলেন, এই অফিসে দেড়শো জন আধিকারিক এবং 80 জনের উপর কর্মী রয়েছেন। রয়েছেন বহু ঠিকা শ্রমিক। এই ইউনিট অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেলে তাঁদের কাজ হারানোর ভয় রয়েছে। একইসঙ্গে রাজ্যে দুর্গাপুর, আসানসোল, বার্নপুরে যেসব কারখানা রয়েছে তারাও কাঁচামালের অভাবে পড়বে। বাজার থেকে বেশি দামে যদি কাঁচামাল তাদের কিনতে হয়, তাহলে মুখ থুবড়ে পড়বে কারখানাগুলি। এই পরিস্থিতিতে শ্রমিকরাও অনিশ্চয়তার মধ্যে পড়বেন। কেন্দ্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন ঋতব্রত। তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তাঁরা আবেদন করবেন।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...