Wednesday, November 12, 2025

মধ্যযুগীয় বর্বরতা! কুমারগ্রামে মহিলাকে নগ্ন করে মারধর, ভাইরাল ভিডিও

Date:

এ যেন মধ্যযুগীয় বর্বরতা! মহিলাকে নগ্ন করে মারধর এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের পশ্চিম চেংমারীতে ৷ এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ মহিলাকে উদ্ধার করেছে কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মহিলাকে বিচারের নামে নগ্ন করে মারধর করেছে এলাকারই কয়েকজন ৷ তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার তাঁকে উদ্ধার করেছে কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ ৷ অভিযোগ, বাড়ি থেকে তাঁকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয় ৷ তারপর ওই মহিলাকে নগ্ন করে তাঁর ভিডিও তোলা হয় ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ তিন জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই মহিলা । এমনকি, সেই সম্পর্কের জেরে ওই মহিলা তাঁর স্বামীকে ছেড়ে মাস ছয়েক আগে বাড়ি থেকে বেরিয়ে যান ৷ কিন্তু, মহিলার প্রেমিক তাঁকে ছেড়ে চলে যায় ৷ অসহায় স্ত্রীকে গত বৃহস্পতিবার বাড়ি ফিরিয়ে আনেন ওই ব্যক্তি ৷ কিন্তু, স্থানীয় কয়েকজন বিষয়টি মেনে নেয়নি ৷

অভিযোগ, পুলিশের দ্বারস্থ না হয়ে
ওই মহিলাকে শাস্তি দেওয়ার দায়িত্ব নিজেদের হেফাজতে নেয় তারা ৷ ওইদিন রাতেই ওই মহিলাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনে অভিযুক্তরা ৷ তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ অসহায় ওই মহিলা নিজের সম্মান বাঁচাতে  দৌড়ে পালিয়ে যান ৷

চাপের মুখে স্থানীয় পঞ্চায়েতের তরফে ওই মহিলার খোঁজ শুরু হয় ৷ কিন্তু, সেই সময় তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ এর পর পুলিশ ঘটনার তদন্তে নেমে মহিলাকে উদ্ধার করে ৷ তাঁর বয়ান রেকর্ড করা হয় ৷ সেই বয়ানের ভিত্তিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনায় আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা ৷

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version