বিধায়ক হত্যা মামলায় রানাঘাট আদালতে হাজিরা অভিযুক্ত সাংসদের 

বিধায়ক (mla murder case) খুনের ঘটনায় অভিযুক্ত সাংসদ জগন্নাথ সরকার (mp Jagannath Sarkar) সোমবার রানাঘাট আদালতে হাজিরা দিতে আসেন। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক (mla of kroshnagunj) সত্যজিৎ হত্যার ঘটনায় সিআইডি তদন্ত শুরু হয়। তদন্তে নেমে সিআইডি অতিরিক্ত চার্জশিট গঠন করে। তাতে নাম যোগ হয় মুকুল রায় ও রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের । সোমবার রানাঘাট আদালতে এই মামলার শুনানি ছিল। এই হত্যা মামলার ঘটনায় এদিন রানাঘাট আদালতে জগন্নাথ সরকারের হাজিরার দিন ছিল। তবে আদালত সূত্রে জানা গিয়েছে কোভিড পরিস্থিতির কারণে কোর্টের কাজ কর্ম পুরোপুরি চালু না হওয়ায় শুনানি সম্পুর্ণ হয়নি বলে জানা গিয়েছে।

Previous articleমধ্যযুগীয় বর্বরতা! কুমারগ্রামে মহিলাকে নগ্ন করে মারধর, ভাইরাল ভিডিও
Next articleসৌজন্য সাক্ষাৎ: মাতৃহারা পার্থর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল