এবার ফেসবুকে তৃণমূলের নামে ফেক অ্যাকাউন্ট খুলে কুরুচিকর পোস্টের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।

কুপার্স পুরসভার প্রাক্তন পুর প্রধান তথা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রশান্ত সরকারের অভিযোগ, প্রায় মাসখানেক আগে তৃণমূল কংগ্রেস এবং কুপার্স দুই নাগরিক কমিটি নাম দিয়ে দুটি ফেসবুকের ফেক অ্যাকাউন্ট খোলা হয়। সেখানে বিভিন্নরকম কুরুচিকর ও অসম্মানজনক একাধিক পোস্ট করা হয়। তাঁদের অভিযোগ, এই ঘৃণ্য কাজ বিজেপির তরফ থেকেই করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন-কাঁথির ত্রিপল-চুরি মামলায় হাইকোর্টে ‘রক্ষাকবচ’ পেলেন না শুভেন্দু অধিকারী

এই বিষয়টি নিয়ে রানাঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন কুপার্স শহর তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি। শুরু হয়েছে তদন্ত।

