Thursday, August 21, 2025

দলত্যাগীদের ‘চর্বি ঝড়া’র সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ, পাল্টা দিলেন কুণালও

Date:

গত শুক্রবারই বিজেপির সর্ভারতীয় সহ সভাপতি মুকুল রায় নিজের পুরনো দলে যোগদান করেছেন। এরপর বেশ কিছু বিজেপি নেতারও তৃণমূলে ফেরার জল্পনা চলছে। এবার সেই দলত্যাগীদের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভালো।” এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বলেছেন, “এখন নিজের মুখ পুড়েছে। দিলীপবাবু দক্ষ আরএসএ-এর নেতা, তবে রাজনীতিতে উনি ট্রেনি।”

রাজ্যে বিধানসভা ভোটের আগের বহু নেতা-নেত্রীরা দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অনেকেই বিজেপিতে গিয়েছিলেন টিকিটের আশায়। কিন্তু বিজেপি তাঁদের টিকিট দেয়নি। অনেকে আবার টিকিট পেয়েও জিততে পারেননি। এখন অনেক বিজেপি নেতারাই তৃণমূলে ফিরতে চাইছে বলে শোনা যাচ্ছে। বিজেপিতে ভাঙন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বললেন, ‘বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভালো।”

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিলীপবাবুর এসব বিলম্বিত বোধদয়। ভোটের আগে আমরা বারবার বলেছি, যাঁরা যাচ্ছেন তাঁরা বিজেপিকে ব্যবহার করতে যাচ্ছেন। কোনও আদর্শগত ব্যাপার নেই, ভালোবেসে যাচ্ছে না। কেউ যাচ্ছেন সিবিআইয়ের ভয়ে, কেউ আবার যাচ্ছেন ব্যক্তিগত ধান্দায়। তখন দিলীপবাবুরা আমাদের উড়িয়ে দিয়েছিলেন। সেদিন দিলীপবাবুর মনে ছিল না! তিনি নতুন কোনও কথা বলছেন না। এখন নিজের মুখ পুড়েছে। এখন ওনার এইসব কথা শুনলে লোকে হাসছে। সমস্যা হল, দিলীপবাবু দক্ষ আরএসএ-এর নেতা, তবে রাজনীতিতে উনি ট্রেনি। ফলে ওনার ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট হয়নি। সেই জন্যই এই সমস্যা।”

আরও পড়ুন-চিরাগে ক্ষুব্ধ পাঁচ এলজেপি সাংসদ দল ছাড়ার পথে

বিজেপিতে ভাঙন প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, “ভোটের আগে বিজেপিতে ১০০ জন বিধায়ক আসবে বলে গুজব ছড়িয়েছিল। এবার বিজেপি ছেড়ে ৩৫ জন বেরিয়ে যাচ্ছে বলেও গুজব রটেছে।” এর আগে মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন দিলীপ। বলেছিলেন, মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তৃণমূলের ক্ষতি না হয়, তাহলে বিজেপি ছেড়ে গেলে বিজেপির কেন ক্ষতি হবে। দিলীপ আরও জানিয়েছিলেন, “বিজেপিতে থাকতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। ধান্দাবাজরা বিজেপিতে থাকতে পারবেন না। থাকতে দেব না।”

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version