Tuesday, May 6, 2025

দলত্যাগীদের ‘চর্বি ঝড়া’র সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ, পাল্টা দিলেন কুণালও

Date:

গত শুক্রবারই বিজেপির সর্ভারতীয় সহ সভাপতি মুকুল রায় নিজের পুরনো দলে যোগদান করেছেন। এরপর বেশ কিছু বিজেপি নেতারও তৃণমূলে ফেরার জল্পনা চলছে। এবার সেই দলত্যাগীদের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভালো।” এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বলেছেন, “এখন নিজের মুখ পুড়েছে। দিলীপবাবু দক্ষ আরএসএ-এর নেতা, তবে রাজনীতিতে উনি ট্রেনি।”

রাজ্যে বিধানসভা ভোটের আগের বহু নেতা-নেত্রীরা দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অনেকেই বিজেপিতে গিয়েছিলেন টিকিটের আশায়। কিন্তু বিজেপি তাঁদের টিকিট দেয়নি। অনেকে আবার টিকিট পেয়েও জিততে পারেননি। এখন অনেক বিজেপি নেতারাই তৃণমূলে ফিরতে চাইছে বলে শোনা যাচ্ছে। বিজেপিতে ভাঙন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বললেন, ‘বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভালো।”

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিলীপবাবুর এসব বিলম্বিত বোধদয়। ভোটের আগে আমরা বারবার বলেছি, যাঁরা যাচ্ছেন তাঁরা বিজেপিকে ব্যবহার করতে যাচ্ছেন। কোনও আদর্শগত ব্যাপার নেই, ভালোবেসে যাচ্ছে না। কেউ যাচ্ছেন সিবিআইয়ের ভয়ে, কেউ আবার যাচ্ছেন ব্যক্তিগত ধান্দায়। তখন দিলীপবাবুরা আমাদের উড়িয়ে দিয়েছিলেন। সেদিন দিলীপবাবুর মনে ছিল না! তিনি নতুন কোনও কথা বলছেন না। এখন নিজের মুখ পুড়েছে। এখন ওনার এইসব কথা শুনলে লোকে হাসছে। সমস্যা হল, দিলীপবাবু দক্ষ আরএসএ-এর নেতা, তবে রাজনীতিতে উনি ট্রেনি। ফলে ওনার ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট হয়নি। সেই জন্যই এই সমস্যা।”

আরও পড়ুন-চিরাগে ক্ষুব্ধ পাঁচ এলজেপি সাংসদ দল ছাড়ার পথে

বিজেপিতে ভাঙন প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, “ভোটের আগে বিজেপিতে ১০০ জন বিধায়ক আসবে বলে গুজব ছড়িয়েছিল। এবার বিজেপি ছেড়ে à§©à§« জন বেরিয়ে যাচ্ছে বলেও গুজব রটেছে।” এর আগে মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন দিলীপ। বলেছিলেন, মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তৃণমূলের ক্ষতি না হয়, তাহলে বিজেপি ছেড়ে গেলে বিজেপির কেন ক্ষতি হবে। দিলীপ আরও জানিয়েছিলেন, “বিজেপিতে থাকতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। ধান্দাবাজরা বিজেপিতে থাকতে পারবেন না। থাকতে দেব না।”

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...
Exit mobile version