Friday, May 16, 2025

নিউটাউনকাণ্ডে নয়া তথ্য: পুলিশ সেজে আত্মগোপন ২ গ্যাংস্টারের, তৃতীয় মহিলার উপস্থিতি!

Date:

Share post:

দুই তরুণীর উপস্থিতির কথা আগেই উঠে এসেছিল নিউটাউন (Newtown) শ্যুটআউটকাণ্ডে। সামনে এল নয়া তথ্য। পুলিশ খুন করে পুলিশের পরিচয় দিয়েই সল্টলেকের একটি গেস্ট হাউসে লুকিয়েছিল পঞ্জাবের (Punjab) কুখ্যাত দুই গ্যাংস্টার। ধৃত ভরত কুমারকে (Bharat Kumar) জেরা করে এ রাজ্যে আর কার কার সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন? তা জানার করছে পুলিশ। একইসঙ্গে নজরে এসেছে এক মহিলার কথা যিনি নিউমার্কেট (New Market) এলাকায় থাকেন। কলকাতার বিভিন্ন বারে (Bar) তিনি ডান্সার পাঠাতেন বলে জানতে পেরেছে পুলিশ।

নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে ফ্ল্যাট ভাড়া নেওয়ার আগে সল্টলেকের সেক্টর টু-তে ইস্ট-ওয়েস্ট মেট্রো সংলগ্ন একটি গেস্ট হাউসে ভুল্লার ও তার সঙ্গী জসপ্রীত ওঠে বলে জেরায় জানান ভরত কুমার। সেখানে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ছিল তারা। গেস্ট হাউসের সেই ঘরটিকে সিল করে দিয়েছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। গেস্ট হাউসের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:“শোভনের সঙ্গে তো মেয়ের বিয়ে দিতেই চাইনি” : দুলাল

এ রাজ্যে এসে দুই গ্যাংস্টার কোথায় গেছিল? কাদের সঙ্গে দেখা করেছিল?এইসব তথ্য জানতেই এখন তদন্ত চালাচ্ছে পুলিশ। পঞ্জাবে গিয়ে সুমিত কুমারকে জেরা করছে বিধাননগর কমিশনারেটের একটি দল। জেরা করা হচ্ছে ভরত কুমারকে। সেখানেই আর এক মহিলার উপস্থিতির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। আগেই সুখবৃষ্টি হাউসিং কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুট আউটের আগের দিন রাতে গ্যাংস্টারদের ফ্ল্যাটে দুই তরুণী এসেছিলেন বলে জানতে পারে পুলিশ। পরদিন সকালে তাঁরা সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। এদিকে জেরায় ভরত কুমার এক মহিলার কথা জানিয়েছেন, যিনি বিভিন্ন বারে-হোটেলে সিঙ্গার এবং ডান্সারদের পাঠাতেন। ভুল্লার ও জসপ্রীত সঙ্গে ওই মহিলার সরাসরি কোন যোগাযোগ ছিল কি না? বা তাঁর মাধ্যমে এখানে নিজেদের ব্যবসা ছড়ানোর কোনও চেষ্টা এই দুই গ্যাংস্টারের ছিল কি না এখন তাই খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

৭ ঘণ্টা সংযম দেখিয়েছে পুলিশ, বিকাশ ভবন থেকে অন্তঃসত্ত্বা-সহ কর্মীদের বের করাও পুলিশের কর্তব্য: শামিম-সুপ্রতীম

বিকাশ ভবনে চাকরিহারা বিক্ষোভকারীদের বিশৃঙ্খলার প্রতি ৭ ঘণ্টা সংযম দেখিয়েছে পুলিশ (Police)। কিন্তু যখন বিকাশ ভবনের কর্মীদের বাড়ি...

গম্ভীরের ইচ্ছাতেই টেস্ট অধিনায়ক হওয়ার পথে শুভমন গিল!

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। হিটম্যান অবসর নেওয়ার পর থেকে এই নিয়েই চর্চা...

ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুক্রবার রাজ্যের বিভিন্ন বিষয়ের ওপর বৃত্তিমূলক(Vocational) পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল...

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...