Saturday, August 23, 2025

ক্ষুব্ধ পাইলট, পরিস্থিতি টালমাটাল বুঝে নিভৃতবাসে গেলেন গেহলট

Date:

বছর পার হলেও দাবি পূরণ হয়নি, সম্প্রতি এমনই অভিযোগ তুলে ফের রাজস্থানে(Rajasthan) কংগ্রেস(Congress) নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন শচিন পাইলট(Sachin pilot)। পরিস্থিতি সামাল দিতে কংগ্রেসের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই রাজস্থান মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে শচিনের অনুগামীদের। দিল্লি কংগ্রেসের তরফে এই নির্দেশ আসার পর এবার নিভৃত বাসায় চলে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gahlot)। মুখ্যমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁর সঙ্গে কেউ দেখা করতে পারবে না। চিকিৎসকদের নির্দেশ এমনটাই। এই পরিস্থিতিতে আগামী দু মাস মন্ত্রিসভায় কোন রদবদল হবে না এমনটাই জানিয়ে দিয়েছে গেহলট শিবির।

উল্লেখ্য, বছরখানেক আগে একরাশ দাবিতে কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন শচিন পাইলট। দাবি পূরণের আশ্বাস দিয়ে তৎকালীন সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব শচিনকে থামালেও এখনো পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি এমনটাই অভিযোগ। গত এক বছর ধরে শচিনের দাবি ধামাচাপা দিয়ে রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুধু তাই নয় আরও অভিযোগ এই এক বছরে গে হল শুধুমাত্র শচীনের মন্ত্রিসভায় ফেরা আটকে রেখেছেন তাই নয়, তার শিবিরের বিধায়কদের নিজের কাছে টেনে এনেছেন এমন প্রমাণও মিলেছে।

আরও পড়ুন: তবে কি শোভন -বৈশাখী নতুন সম্পর্কে জড়াতে চলেছেন? বৈশাখীর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

একটা সময় শচিন শিবিরের কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ভাওয়ার লাল শর্মা শচিন ও তার দলবলকে উচ্চাকাঙ্ক্ষা দমন করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি গেহলটের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি সচিন পাইলটের উপরে। তিনি সকলের নেতা। সচিন পাইলটেরও নেতা। মুখ্যমন্ত্রী হতে তো আমিও চেয়েছিলাম, কিন্তু সময় সময় উচ্চাকাঙ্ক্ষা ধামাচাপা দিতে হয়।’ অন্যদিকে, শিবিরের নেতা লোকেশ গুজ্জরের বক্তব্য, মানুষের কাছে সচিনই আসল ‘হিরো’। এমনই টালমাটাল পরিস্থিতিতে রাজস্থান কংগ্রেসের অন্দরে প্রকট হচ্ছে বিদ্রোহের আগুন।

Related articles

আলাদিন ম্যাজিক অব্যহত, প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের...

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...
Exit mobile version