বজ্রাঘাতে মৃত বালকের পরিবারের পাশে রাজ্য, সাহায্য তুলে দিলেন মানস

বজ্রাঘাতে মৃত বালকের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী পাঠানো অর্থ সাহায্য তুলে দিলেন মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiya)। মঙ্গলবার, বিকেল পাঁচটা নাগাদ খড়্গপুরের অর্জুনি গ্রাম পঞ্চায়েতে বজ্রাঘাতে মৃত ১০ বছরের বালক মন্টু মাহাতর বাবা সত্যজিৎ মাহাতর হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পাঠানো ২ লক্ষ টাকার চেক তুলে দেন জেলাশাসক রশ্মি কমল (Rasmi Kamal)। উপস্থিত ছিলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, স্থানীয় বিধায়ক দীনেন রায়, অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার, এসডিও আজমল হোসেন, স্থানীয় বিডিও।

সন্তানহারা পরিবারের পাশে দাঁড়িয়ে মানস ভুঁইয়া বলেন, “কোন চিন্তা নেই। আপনাদের পাশে মুখ্যমন্ত্রী আছেন। কোনও অসুবিধা হলে বিধায়ককে জানাবেন”। সরকার এবং দলের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মানস ভুঁইয়া। রাজ্য সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে মাহাত পরিবার।

বজ্রাঘাতে মৃত হুগলি, মুর্শিদাবাদের স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) । অভিভাবকহীন নাবালকদের কাছে টেনে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। অর্থ সাহায্য করেছে। সরকার এবং শাসকদল রাজ্যের সব দুর্গত মানুষের পাশে আছে- তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই বার্তাই বাংলার কোণায় কোণায় পৌঁছে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:তদন্ত প্রভাবিত: রোজভ্যালি মামলায় ইডি ও আয়কর দফতরের বিরুদ্ধে অভিযোগ সিবিআইয়ের

 

Previous articleতদন্ত প্রভাবিত: রোজভ্যালি মামলায় ইডি ও আয়কর দফতরের বিরুদ্ধে অভিযোগ সিবিআইয়ের
Next articleজয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল ফ্রান্স