Wednesday, August 27, 2025

করোনার জের: ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের মেয়াদ ৩ মাস বাড়াল কেন্দ্র

Date:

করোনা আতিমারির ( corona pandemic) জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক (central road and transport ministry) ড্রাইভিং লাইসেন্স,(driving licence) , রেজিস্ট্রেশন সার্টিফিকেট (registration certificate), ও পারমিট (renewal of permit) পুনর্নবীকরনের মেয়াদ আরও ৩ মাস বাড়ালো। অর্থাৎ যে পারমিট বা রেজিস্ট্রেশনের বৈধতা ৩০ জুন শেষ হয়ে যাওয়ার কথা তা বৈধ থাকবে আরো তিনমাস অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সড়ক ও পরিবহণ মন্ত্রক জানিয়েছে, করোনা সংক্রমণ এড়াতেই এই পদক্ষেপ। নির্দেশিকায় কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি( Nitin Gadkari) জানিয়েছেন, করোনা যাতে না আর ছড়িয়ে পড়ে তাই পারস্পরিক সংযোগ এড়াতে সব ধরনের পারমিটকেই সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ধরা হবে। সেই নির্দেশিকা টুইটও করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। গত ১ ফেব্রুয়ারি যেসব নথির বৈধতা শেষ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশিকা মেনে চলতে বলেছে। উল্লেখ্য, করোনা সংক্রমণ এড়াতে সম্প্রতি নীতিন গডকরির কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এখন থেকে আর ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীকে আঞ্চলিক পরিবহণ অফিস অর্থাৎ আরটিও তে গিয়ে পরীক্ষা দিতে হবে না। কোনও বৈধ ড্রাইভিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে সেখানে পরীক্ষায় পাশ করলেই হাতে চলে আসবে ড্রাইভিং লাইসেন্স। আগামী জুলাই থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম। ড্রাইভার ট্রেনিং সেন্টারে কোনও ব্যক্তির প্রশিক্ষণ শেষ হওয়ার পর তা অডিট করলেই সেই তথ্য পৌঁছে যাবে আরটিও অফিসে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। এক আধিকারিক জানিয়েছেন, সম্পূর্ণ পদ্ধতিটাই প্রযুক্তি নির্ভর হবে। যেসব ড্রাইভিং সেন্টার নির্দিষ্ট শর্তাবলী মেনে নেবে, তাঁদেরই বৈধতা দেবে আরটিও ।

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version