Sunday, August 24, 2025

দেশি ‘করোভ্যাক্স’ ৯০% কার্যকরী, করোনার বিরুদ্ধে লড়াইয়ে হতে পারে গেম চেঞ্জার

Date:

করোনার(coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী ভূমিকা নিতে পারে বায়োলজিক্যাল-ই সংস্থার(biological e organisation) তৈরি ভ্যাকসিড ‘করোভ্যাক্স’। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারপার্সন এন কে অরোরা দাবি করেছেন কোভিডের বিভিন্ন ভ্যারিয়ান্টের বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী হতে পারে করোভ্যাক্স(Corovax)। বর্তমানে এই ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল’ চলছে। আগামী অক্টোবর মাসের মধ্যে এই প্রতিষেধক পাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি সংবাদমাধ্যমকে এনকে অরোরা জানিয়েছেন, নোভাভ্যাক্সের মতোই আগামী দিনে কার্যকরী হয়ে উঠবে করোভ্যাক্স। প্রসঙ্গত, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির পাশাপাশি নোভাভ্যাক্স ভ্যাকসিনও তৈরি করবে ভারতের সেরাম ইনস্টিটিউট। অরোরা জানান, ‘আমরা আগামী এক বছরের মধ্যে বছরে ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ তৈরি করতে পারব। নোভাভ্যাক্স করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী হবে। ভারতেও বায়োলজিক্যাল ই এই ধরনের একটি ভ্যাকসিন তৈরি করছে। তা সব বয়সের মানুষকেই দেওয়া যাবে। সেই প্রতিষেধকের কার্যকারিতাও হবে যথেষ্ট বেশি।’ আশা করা হচ্ছে হায়দরাবাদের বায়ো ই সংস্থার তৈরি ভ্যাকসিনের দুটি ডোজেরর দাম পড়বে ২৫০ টাকা। এছাড়া ভারতে এই ভ্যাকসিন তৈরি করছে জাইদাস ক্যাডিলা নামে এক সংস্থা। পুনের জেন্নোভা বায়োফার্মাসিউটিক্যালস নামে একটি সংস্থাও আরএনএ বেসড কোভিড ভ্যাকসিন তৈরি করছে। করোভ্যাক্স ভ্যাকসিন প্রসঙ্গে অরোরা আরও জানান, কোভিড ১৯ এর বিরুদ্ধে ৯০% কার্যকরী এই ভ্যাকসিন করোনা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version