Saturday, August 23, 2025

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের দল ঘোষণা ভারতের, প্রথম একাদশে কারা জেনে নিন

Date:

রাত পোয়ালেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগের দিনই ঘোষণা হয়ে গেল বিরাট কোহলিদের প্রথম একাদশ। প্রথম একাদশে ঠাঁই হয়নি হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, মহম্মদ সিরাজ ও উমেশ যাদবের। কোচ রবি শাস্ত্রীর মতো ভারত অধিনায়ক বিরাট কোহলিও বুঝিয়ে দিলেন টেস্টের চ্যাম্পিয়ন দল বেছে নিতে এক ম্যাচের ফাইনাল যথেষ্ট নয়।


ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোহলি বলেন, এটা আমাদের কাছে পাঁচ দিনের একটা ম্যাচ। তবে এই একটা ম্যাচেই স্পষ্ট হবে না আমরা দলগতভাবে কেমন। আমরা গত চার-পাঁচ বছর ধরে কেমন খেলে আসছি সেটা যাঁরা ক্রিকেট বোঝেন তাঁরা ভালোভাবেই জানেন। আমরা এই ম্যাচ জিতলেও ক্রিকেট থেমে থাকবে না। হারলেও ক্রিকেট থেমে থাকবে না। আমরা শ্রেষ্ঠত্ব বজায় রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামি এবং দলের প্রত্যেকেই আমাদের দলগত দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল।

প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে বিরাট বলেন, গত কয়েক বছরে আমরা দুজনে ভালো বন্ধু হয়েছি। কিন্তু যখনই মাঠে নামি তখন দ্রুত তাঁকে আউট করাই লক্ষ্য থাকে। মাঠের বাইরে পারস্পরিক আস্থা থাকে, কিন্তু মাঠের ভিতরে আমরা দুজনেই পেশাদারিত্ব মানসিকতা নিয়েই নামি।
করোনা পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে বদল আসা নিয়ে বিরাট বলেন, স্বাভাবিক পরিস্থিতি থাকলেও আমরা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্য নিয়েই খেলছিলাম। করোনা পরিস্থিতিতে নিয়ম জটিল হলেও তাই আমাদের সাফল্যের খিদে বাড়িয়ে দিয়েছিল, সেটাকেই আমরা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়েছি।

Related articles

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...
Exit mobile version