Monday, November 10, 2025

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের দল ঘোষণা ভারতের, প্রথম একাদশে কারা জেনে নিন

Date:

রাত পোয়ালেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগের দিনই ঘোষণা হয়ে গেল বিরাট কোহলিদের প্রথম একাদশ। প্রথম একাদশে ঠাঁই হয়নি হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, মহম্মদ সিরাজ ও উমেশ যাদবের। কোচ রবি শাস্ত্রীর মতো ভারত অধিনায়ক বিরাট কোহলিও বুঝিয়ে দিলেন টেস্টের চ্যাম্পিয়ন দল বেছে নিতে এক ম্যাচের ফাইনাল যথেষ্ট নয়।


ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোহলি বলেন, এটা আমাদের কাছে পাঁচ দিনের একটা ম্যাচ। তবে এই একটা ম্যাচেই স্পষ্ট হবে না আমরা দলগতভাবে কেমন। আমরা গত চার-পাঁচ বছর ধরে কেমন খেলে আসছি সেটা যাঁরা ক্রিকেট বোঝেন তাঁরা ভালোভাবেই জানেন। আমরা এই ম্যাচ জিতলেও ক্রিকেট থেমে থাকবে না। হারলেও ক্রিকেট থেমে থাকবে না। আমরা শ্রেষ্ঠত্ব বজায় রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামি এবং দলের প্রত্যেকেই আমাদের দলগত দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল।

প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে বিরাট বলেন, গত কয়েক বছরে আমরা দুজনে ভালো বন্ধু হয়েছি। কিন্তু যখনই মাঠে নামি তখন দ্রুত তাঁকে আউট করাই লক্ষ্য থাকে। মাঠের বাইরে পারস্পরিক আস্থা থাকে, কিন্তু মাঠের ভিতরে আমরা দুজনেই পেশাদারিত্ব মানসিকতা নিয়েই নামি।
করোনা পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে বদল আসা নিয়ে বিরাট বলেন, স্বাভাবিক পরিস্থিতি থাকলেও আমরা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্য নিয়েই খেলছিলাম। করোনা পরিস্থিতিতে নিয়ম জটিল হলেও তাই আমাদের সাফল্যের খিদে বাড়িয়ে দিয়েছিল, সেটাকেই আমরা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়েছি।

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version